2025-10-25
Ramnagar, Agartala,Tripura
দেশ ধর্ম

ছট মহাপর্বে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর — “বিশ্বজুড়ে ছট উৎসব এখন ভক্তির এক অনন্য প্রতীক”

জনতার কলম ওয়েবডেস্ক :- ছট মহাপর্বের পবিত্র উপলক্ষে দেশ-বিদেশের সমস্ত ভক্তদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী সকল “ব্রতী”দের অকুণ্ঠ ভক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই চারদিনব্যাপী উৎসবের গভীর সাংস্কৃতিক তাৎপর্যের কথা তুলে ধরেন।

তিনি জানান, আজ ছট উৎসব শুধু ভারতের নয়, বরং বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী ভারতীয় পরিবারের মধ্যেও ভক্তি ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ছটী মাইয়াকে উৎসর্গ করা একটি ভক্তিমূলক সংগীতও শেয়ার করেছেন এবং সবাইকে সেই আধ্যাত্মিক সুরে মগ্ন হওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ছট মহাপর্ব সরলতা, সংযম ও পবিত্রতার প্রতীক, যার নিয়মনীতি ও শৃঙ্খলা অতুলনীয়। তিনি উল্লেখ করেন, ছট ঘাটে যে দৃশ্য দেখা যায়, তা পারিবারিক ও সামাজিক সম্প্রীতির এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকে।

মোদী আরও বলেন, ছট মহাপর্ব বিশ্বাস, উপাসনা ও প্রকৃতিপ্রেমের এক সুন্দর সংমিশ্রণ। অস্ত ও উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার মধ্য দিয়ে মানুষ প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তিনি যোগ করেন, ছটের প্রাসাদ যেমন প্রকৃতির রঙে রঙিন, তেমনই ছটের গান ও সুর ভক্তি ও প্রকৃতির মেলবন্ধনে ভরপুর।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service