2025-10-15
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

বিহার নির্বাচনে জেডিইউ-র প্রথম প্রার্থী তালিকা প্রকাশ — ৫৭ জনের নাম ঘোষণা

জনতার কলম ওয়েবডেস্ক :- বিজেপির পর এবার বিহার বিধানসভা নির্বাচনের জন্য নিজেদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ। প্রথম তালিকায় মোট ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন বর্তমান মন্ত্রী ও বিধায়ককে পুনরায় প্রার্থী করা হয়েছে।

রাজ্যের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে আবারও নির্বাচনী ময়দানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দল। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘনিষ্ঠ সহচর ও পল্লি উন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার এবারও নালন্দা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া জলসম্পদ মন্ত্রী বিজয় কুমার চৌধুরী লড়বেন সরাইরঞ্জন বিধানসভা কেন্দ্র থেকে।

সমাজকল্যাণ মন্ত্রী মদন সাহনি এবং শিক্ষামন্ত্রী সুনীল কুমার-কেও পুনরায় প্রার্থী করা হয়েছে। গতকাল মহনার কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দেওয়া রাজ্য জেডিইউ সভাপতি উমেশ কুশওহা-র নামও এই তালিকায় অন্তর্ভুক্ত।

অন্যদিকে, মহেশ্বর হাজারি, যিনি বর্তমানে মন্ত্রী পদে আছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সমস্তিপুর জেলার কল্যাণপুর কেন্দ্র থেকে। এছাড়াও, সাবেক সাংসদ অশ্বমেধা দেবী-কে সমস্তিপুর বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে।

রাজনৈতিক মহলে এই তালিকাকে নীতীশ কুমারের “স্থিতিশীল ও অভিজ্ঞ নেতৃত্ব”-এর প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। জেডিইউ স্পষ্টতই এবার অভিজ্ঞ নেতাদের ওপর ভরসা রেখেই নির্বাচনে নামছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service