2025-10-10
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

ভারত-আফগানিস্তান সন্ত্রাস দমনে একযোগে কাজ করবে: ড. এস. জয়শঙ্কর

জনতার কলম ওয়েবডেস্ক :- বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর আজ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলভি আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও আফগানিস্তানের যৌথ প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেন। বৈঠকের শুরুতেই তিনি বলেন, “সন্ত্রাসবাদকে সব রূপে ও সব স্তরে দমন করা উভয় দেশের অভিন্ন দায়িত্ব।”

ড. জয়শঙ্কর জানান, আফগানিস্তানের উন্নয়ন ও অগ্রগতিতে ভারতের গভীর আগ্রহ রয়েছে। ভারত সরকার আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আফগানিস্তানের জাতীয় উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা ও সহনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে।

বৈঠকে ড. জয়শঙ্কর ঘোষণা করেন, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে উন্নীত করে ‘ভারতীয় দূতাবাস’-এর মর্যাদা দেওয়া হচ্ছে। পাশাপাশি, ভারত আফগানিস্তানে ছয়টি নতুন প্রকল্প গ্রহণ করবে এবং সদিচ্ছা প্রদর্শনের নিদর্শন হিসেবে ২০টি অ্যাম্বুলেন্স উপহার দেবে। আফগান হাসপাতালগুলির জন্য এমআরআই ও সিটি স্ক্যান মেশিনও সরবরাহ করা হবে এবং টিকাদানের জন্য ভ্যাকসিন পাঠানো হবে বলেও তিনি জানান।

আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলভি আমির খান মুত্তাকি বলেন, আফগানিস্তানের ভূখণ্ডকে অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, “আমরা কখনো ভারতের বিরুদ্ধে বক্তব্য দিইনি, বরং বরাবরই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে মূল্য দিয়েছি।” মুত্তাকি আরও জানান, আফগানিস্তান পারস্পরিক শ্রদ্ধা, বাণিজ্য ও জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service