জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকারের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ (মঙ্গলবার) এক সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা অভিযোগ করেন, নির্বাচিত বিজেপি নেতাদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
তিনি বলেন, “অভিযুক্তদের গ্রেফতার করার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের ক্লিন চিট দিচ্ছে।”
পুনাওয়ালা আরও অভিযোগ করেন, উত্তরবঙ্গের সাম্প্রতিক ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমেও রাজ্য সরকার যথাযথ মনোযোগ দিচ্ছে না। বিজেপির দাবি, রাজ্যে বিরোধী দলের নেতাদের ওপর হামলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় উদাসীনতার মাধ্যমে তৃণমূল সরকার প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।
Leave feedback about this