2025-10-07
Ramnagar, Agartala,Tripura
দেশ

‘অপারেশন সিন্ধূরে সশস্ত্র বাহিনীর কৌশলগত দক্ষতার প্রমাণ মেলে’: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জনতার কলম ওয়েবডেস্ক :- অপারেশন সিন্ধূরের সময় দেশের সশস্ত্র বাহিনী যে যৌথতা ও কৌশলগত দূরদর্শিতা প্রদর্শন করেছে, তা দেশের সামরিক সক্ষমতার এক উজ্জ্বল উদাহরণ — এমনটাই মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ রাষ্ট্রপতি ভবনে জাতীয় প্রতিরক্ষা কলেজের ৬৫তম ব্যাচের শিক্ষক ও কোর্স অংশগ্রহণকারীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি এই বক্তব্য রাখেন।

রাষ্ট্রপতি জানান, তিন বাহিনীর সমন্বিত ও পরিকল্পিত প্রতিক্রিয়ার ফলে সীমান্তপারের জঙ্গি ঘাঁটি ভেঙে দিতে সক্ষম হয়েছিল ভারতীয় বাহিনী। তিনি বলেন, “একটি সুনির্দিষ্ট, ত্রিসেনা-সমন্বিত পদক্ষেপের মাধ্যমে কার্যকরী সমন্বয় ঘটেছিল, যার ফলেই সন্ত্রাসের অবকাঠামো ধ্বংস করা সম্ভব হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, দেশের প্রতিরক্ষা কাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড ও ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ গঠনের উদ্যোগ, যা বাহিনীগুলির মধ্যে সমন্বয় ও যৌথ অভিযান সক্ষমতা বাড়াবে।

রাষ্ট্রপতি মুর্মু বলেন, ভারত আজ সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিগতভাবে আরও আধুনিক ও বহুমুখী যুদ্ধ সক্ষমতাসম্পন্ন বাহিনীতে রূপান্তরের পথে এগিয়ে চলেছে। বহুমাত্রিক ক্ষেত্রে একত্রিত অপারেশন পরিচালনায় সক্ষম, যুদ্ধপ্রস্তুত বাহিনী গঠনের লক্ষ্য নিয়েই এগোচ্ছে দেশ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service