জনতার কলম আগরতলা প্রতিনিধি:-নেতাজি প্লে ফোরাম চত্বরে ভোরবেলায় এক মহিলা দর্শনার্থী ও তার স্বামী এবং পরিবারের এক সদস্যের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনা অনুযায়ী, দশমীর শেষ রাতে ক্লাবের আয়োজিত আনন্দমেলায় রাধানগরের একটি পরিবার অংশ নেন। মেলার মধ্যে “নাগর দোলা” চলাকালীন পরিবারের সদস্যরা সেখানে ওঠেন, স্বামী নিচে দাঁড়িয়ে থাকেন।
সূত্রে জানা যায়, স্বামী ক্লাবের কিছু স্বেচ্ছাসেবককে আরও দুটি রাউন্ড ঘোরানোর জন্য অনুরোধ করলে তাঁরা ক্ষুব্ধ হয়ে পড়েন। তর্কের একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয়। এ দৃশ্য দেখে স্ত্রী তাঁকে বাঁচাতে গেলে, ক্লাবের কয়েকজন কর্মকর্তা—কৌশিক আচার্যী, দ্বীপায়ন সাহা (বিল্টু), সাগর দে ও কিষাণ বিশ্বাস—ও মহিলার উপর হাত তোলেন বলে অভিযোগ উঠেছে। মহিলা সংবাদমাধ্যমকে জানান, ক্লাব কর্তৃপক্ষ তাঁর ব্যক্তিগত অংশেও হাত দিয়েছে।
ঘটনার পর ১১২-এ ফোন করা হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দুষ্কৃতিকারীরা প্রথমে পালিয়ে যায়। পরে পুলিশ মেলা কর্তৃপক্ষকে থানায় নিয়ে যান। আহত মহিলা ও তার স্বামীকে প্রথমে আইজিএম হাসপাতালে পাঠানো হয়, পরে জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ক্লাবের সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিতি নিয়ে বিতর্ক থাকলেও, কতটা সুষ্ঠু বিচার হবে তা এখন দেখার বিষয়।
Leave feedback about this