জনতার কলম আগরতলা প্রতিনিধি:-পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণের উদ্দেশ্যে আজ কলকাতায় পৌঁছেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। ইতিমধ্যেই তাঁকে বিজেপি রাজ্যের সহ-প্রভারি হিসেবে নিয়োগ করেছে।
সূত্রের খবর, নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিপ্লব কুমার দেবকে রাজ্যের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাবে। তিনি স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক এবং সভায় অংশগ্রহণ করে পার্টির কার্যক্রম আরও সুসংগঠিত করার পরিকল্পনা করবেন। বিজেপি সূত্রে জানা গেছে, এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করার পাশাপাশি দলীয় সমন্বয় আরও শক্তিশালী করা হবে।
Leave feedback about this