2025-09-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

শান্তিরবাজারে ‘নমো ম্যারাথন’ উৎসব: মোদীর জন্মদিনে ত্রিপুরায় ‘সেবা পাক্ষিক’ এর জোয়ার

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরার শান্তিরবাজারে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে ‘নমো ম্যারাথন’ আয়োজনের মধ্য দিয়ে ‘সেবা পাক্ষিক’ কর্মসূচি উদযাপিত হলো। নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই ম্যারাথনে উৎসাহের সঙ্গে অংশ নেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিপ্লব কুমার দেব বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারতের ক্রীড়াঙ্গনে এক অভূতপূর্ব বিপ্লব এসেছে। ২০১৮ থেকে ক্রীড়াবিদদের সংখ্যা ক্রমশ বাড়ছে, আর জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকজয়ী খেলোয়াড়দের সংখ্যা বৃদ্ধি দেশের উন্নয়নের উজ্জ্বল প্রতিচ্ছবি।” তিনি আরও বলেন, “নমো ম্যারাথন শুধু একটি ক্রীড়া ইভেন্ট নয়, এটি সুস্থ সমাজ গঠনের এক প্রতীকী পদক্ষেপ।”

বিপ্লব কুমার আরও উল্লেখ করেন, “দেহ ও মনের সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চা অপরিহার্য। প্রতিদিন মাত্র এক ঘণ্টা শরীরচর্চা আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সুস্থ দেহ আর সুস্থ মনই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল চাবিকাঠি।”

এই ম্যারাথন শান্তিরবাজারের রাজপথে উৎসাহের জোয়ার তুলেছে। নেশামুক্ত, সুস্থ ও সমৃদ্ধ ভারত গঠনের বার্তা নিয়ে এই আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে নতুন প্রেরণা জাগিয়েছে। বিপ্লব কুমার দেবের উপস্থিতি এবং তাঁর উদ্দীপনামূলক বক্তব্য এই কর্মসূচিকে আরও গতিশীল করে তুলেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service