2025-09-20
Ramnagar, Agartala,Tripura
দেশ

দশম সর্বভারতীয় কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্মেলনের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি বি আর গাভাই ko

জনতার কলম ওয়েবডেস্ক :- নয়াদিল্লিতে আজ সকালে দশম সর্বভারতীয় কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল (CAT)-এর সম্মেলনের উদ্বোধন করলেন দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই।

উদ্বোধনী ভাষণে প্রধান বিচারপতি বলেন, সরকারি কর্মচারীদের দ্রুত এবং সহজ ন্যায়বিচার প্রদানের লক্ষ্যে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। গত চার দশক ধরে CAT সে লক্ষ্য পূরণের জন্য নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের রায়ে স্বচ্ছতা ও ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি। যেকোনও মামলাকারীকে অনুভব করতে হবে যে সিদ্ধান্তটি যুক্তিগ্রাহ্য ও সুপরিসর।

আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, অনেক সময় ট্রাইব্যুনালের রায় সঠিক হলেও কর্মকর্তারা স্বয়ংক্রিয়ভাবে আপিল করেন। এই প্রবণতা পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেন, সরকারি কর্মচারীদের জন্য ন্যায়বিচার সহজতর করা এবং উচ্চ আদালতের মামলার চাপ কমানোর উদ্দেশ্যেই CAT গঠিত হয়েছিল।

দশম সর্বভারতীয় সম্মেলনে বিচার বিভাগ ও প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দিকনির্দেশ নিয়ে আলোচনা হবে। বিশেষ করে মামলার নিষ্পত্তির হার বাড়ানো, সময়মতো বিচার নিশ্চিত করা এবং সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত পরিষেবা প্রদান নিয়ে মতবিনিময় হবে। বিশেষজ্ঞদের আশা, এই আলোচনার মাধ্যমে CAT আরও কার্যকর, সাশ্রয়ী এবং সহজপ্রাপ্য ন্যায়বিচার প্রদানকারী একটি মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service