2025-09-19
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

শারদোৎসবের প্রাক্কালে মেগলীপাড়া চা বাগানে ৬০০ মহিলার হাতে নতুন বস্ত্র, মহিলাদের সশক্তিকরণে বার্তা বিজেপির

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-শারদোৎসব মানেই আনন্দ ভাগ করে নেওয়ার সময়। সেই আনন্দের আবহেই শুক্রবার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মেগলীপাড়া চা বাগান এলাকায় দেখা গেল এক মানবিক চিত্র। প্রায় ৬০০ দুস্থ মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো বিজেপির সদর জেলা গ্রামীণ কমিটির উদ্যোগে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য, সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, খয়েরপুর মণ্ডল সভাপতি রাজীব ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। ভিড়ে উপচে পড়েছিল স্থানীয় মহিলারা—প্রত্যেকেই হাতে পেলেন দুর্গোৎসবের আগে নতুন বস্ত্র।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য মহিলাদের সশক্তিকরণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। জনধন অ্যাকাউন্ট, উজ্জ্বলা যোজনা, মাতৃবন্ধন বা আয়ুষ্মান ভারত—এসব প্রকল্পের বাস্তব সুফল কীভাবে সাধারণ মহিলা পাচ্ছেন, তার নির্দিষ্ট তথ্যও তুলে ধরেন তিনি।

চা-বাগান এলাকার মহিলারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে আছেন। উৎসবের প্রাক্কালে শুধু নতুন শাড়ি নয়, এই ধরনের কর্মসূচি তাদের কাছে মর্যাদা ও স্বীকৃতিরও প্রতীক। রাজনৈতিক মহল মনে করছে, সামাজিক দায়বদ্ধতা ও জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখে।

নতুন বস্ত্র হাতে পেয়ে খুশি মহিলারা জানান, দুর্গাপূজার আগে এই উপহার তাদের উৎসব আনন্দকে বাড়িয়ে তুলেছে। অনেকেই বলেন, “আমরা শুধু সাহায্য পেলাম না, গুরুত্বও পেলাম।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুধুমাত্র উৎসবকেন্দ্রিক নয়, সারাবছর ধরে এই ধরনের সামাজিক উদ্যোগ চালিয়ে যাওয়া গেলে মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান আরও দৃঢ় হবে। একইসঙ্গে রাজনীতির সঙ্গে মানবিকতার সম্পর্কও আরও গভীর হবে।

শারদোৎসবের প্রাক্কালে মেগলীপাড়া চা বাগানে বিজেপির এই বস্ত্র বিতরণ কর্মসূচি একদিকে উৎসব আনন্দ বাড়িয়েছে, অন্যদিকে মহিলাদের সশক্তিকরণে কেন্দ্রীয় সরকারের ভূমিকা তুলে ধরেছে। ফলে এটি হয়ে উঠেছে শুধুই বস্ত্র বিতরণ নয়, বরং সামাজিক ও রাজনৈতিক বার্তার এক মঞ্চ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service