2025-09-16
Ramnagar, Agartala,Tripura
দেশ

মাদকমুক্ত ভারতের লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার মোদি সরকারের: অমিত শাহ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আজ দিল্লিতে দ্বিতীয় জাতীয় মাদকবিরোধী টাস্ক ফোর্স (ANTF) সম্মেলনের উদ্বোধন করেন। এই সম্মেলনে দেশব্যাপী ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মাদকবিরোধী টাস্ক ফোর্স প্রধানদের পাশাপাশি অন্যান্য সরকারি দফতরের স্টেকহোল্ডাররাও অংশগ্রহণ করছেন। দুইদিনব্যাপী এই সম্মেলনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাদকমুক্ত ভারত গঠনের অঙ্গীকারকে আরও শক্তিশালী করার পাশাপাশি কার্যকর পরিকল্পনা নির্ধারণের একটি কৌশলগত মঞ্চ হিসেবে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অমিত শাহ বলেন, বর্তমানে দেশে ৩৭২টি জেলায় মাদকমুক্ত ভারত অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানে ১০ কোটি মানুষ ও তিন লাখ শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি জেলায় এই অভিযান চালানো প্রয়োজন এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ উদ্যোগের সঙ্গে সংযুক্ত করা আবশ্যক। মন্ত্রী আরও বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের সব বিভাগের একযোগে কাজ করার মাধ্যমে মাদকবিরোধী যুদ্ধে সাফল্য অর্জন সম্ভব।

অমিত শাহ আরও বলেন, মোদি সরকার মাদক নির্মূলের অঙ্গীকারবদ্ধ। তিনি যোগ করেন, পলাতক মাদক ব্যবসায়ীদের প্রত্যর্পণ ও বহিষ্করণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সময় এসেছে বিদেশে সক্রিয় মাদক ব্যবসায়ীদের ভারতীয় আইনের আওতায় আনার। মন্ত্রী সম্মেলনে অংশগ্রহণকারীদের সম্মিলিত উদ্যোগের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, এটি শুধু মাদক নিয়ন্ত্রণেই সহায়তা করবে না, বরং সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নে যুব সমাজকে মাদকমুক্ত রাখা অপরিহার্য। দেশের মাদকবিরোধী লড়াই শুধু রিটেইল পর্যায়ে মাদক বিক্রেতাদের আটকানো নয়, বরং তিন ধরনের কার্টেলকে লক্ষ্য করে। মন্ত্রী উল্লেখ করেন –
১. দেশের প্রবেশদ্বারে সক্রিয় কার্টেল
২. প্রবেশদ্বার থেকে বিভিন্ন রাজ্যে মাদক পরিবহনকারী কার্টেল
৩. রাজ্য পর্যায়ের স্থানীয় নেটওয়ার্ক যা রাস্তার কোণায় মাদক বিক্রি করে।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অমিত শাহ ন্যাড়োটিক্স কন্ট্রোল ব্যুরোর বার্ষিক প্রতিবেদন-২০২৪ প্রকাশ করেন এবং অনলাইন মাদক নিষ্পত্তি অভিযান চালু করেন। সম্মেলনে মোট আটটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে –

Drug Free India @2047

তদন্ত ও বিচার কার্যক্রমে কার্যকারিতা বৃদ্ধির উপায়

নেটওয়ার্ক সংযোগ ও কার্টেল ধ্বংস করণ।

সম্মেলনের মূল থিম নির্ধারণ করা হয়েছে – “United Resolve, Shared Responsibility” অর্থাৎ ঐক্যবদ্ধ সংকল্প ও ভাগাভাগি দায়িত্ব।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service