2025-09-16
Ramnagar, Agartala,Tripura
খেলা

আইসিসি অস্বীকার করল পাকিস্তান ক্রিকেট বোর্ডের মাচ রেফারি পরিবর্তনের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারত-পাকিস্তান গোষ্ঠীপর্বের ম্যাচের বিতর্কিত সমাপ্তির পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) কর্তৃক ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফকে পরিবর্তনের দাবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) আজ আনুষ্ঠানিকভাবে খারিজ করে দিয়েছে। ভারতীয় দল সাত উইকেটে জয়ী হলেও, ম্যাচ শেষে হঠাৎ উঠে আসা কূটনৈতিক বিবাদের কারণে ক্রিকেটের আলোচনার থেকেও বেশি সমালোচনার মুখে পড়তে হয় খেলোয়াড়দের।

বিবাদ শুরু হয় যখন ভারতীয় খেলোয়াড় সুর্যকুমার যাদব ও শিভাম ডুবে মাঠ ছাড়েন পাকিস্তানি দলের সঙ্গে হাত না মিলিয়ে। পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন বলেন, তিনি ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা ম্যাচ শেষে ভারতীয় দলের এলাকায় দাঁড়িয়ে থাকলেও ঐতিহ্যবাহী হ্যান্ডশেকের জন্য কোন ভারতীয় খেলোয়াড় এগিয়ে আসেননি। এই আচরণে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায় যখন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশন অনুষ্ঠানে উপস্থিত হননি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে অ্যান্ডি পাইক্রফকে মাচ রেফারি হিসেবে প্রত্যাহারের দাবি জানান। তবে আইসিসি দ্রুত সাফ জানায় যে, অ্যান্ডি পাইক্রফ শুধুমাত্র নিয়ম অনুযায়ী কাজ করেছেন এবং তার পরিবর্তনের জন্য কোনো যথাযথ কারণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভারতীয় দল জয় নিশ্চিত হওয়ার পরে এই জয় পাথগাম সন্ত্রাসী হামলার শিকারদের প্রতি উৎসর্গ করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে কেবল খেলাধুলার সীমা ছাড়িয়ে এটি কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service