জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরায় এই বছরের তৃতীয় জাতীয় লোক আদালত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মূলত মীমাংসাযোগ্য মামলাগুলি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আয়োজিত এই বিশেষ আদালতে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা আদালত চত্বরে একযোগে কার্যক্রম সম্পন্ন হয়। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও মোট ৩১টি বেঞ্চে ৩১,৭৮৯টি মামলা নিষ্পত্তির জন্য তালিকাভুক্ত করা হয়।
এর মধ্যে ছিল আদালতে জমে থাকা ২৪,০১৩টি মামলা ও প্রি-লিটিগেশন সংক্রান্ত ৬,৭৭৬টি মামলা। বিশেষভাবে মনোযোগ দেওয়া হয় মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ (২০৩টি মামলা), বৈবাহিক বিলোপ (২৪১টি মামলা), ব্যাংক ঋণ পরিশোধ (৯৪টি মামলা), বিএসএনএল বিল পরিশোধ (১,১৮২টি মামলা), আপোষযোগ্য ফৌজদারি বিরোধ (২৩,৪৪২টি মামলা), চেক বাউন্স (৬০টি মামলা), মানি সুট (৮টি মামলা), দেওয়ানি মামলা (৩৫টি মামলা), বন অধিকার আইন (১টি মামলা) ও চাকরি সংক্রান্ত বিষয় (৭টি মামলা)।
বিশেষ ভাবে উল্লেখযোগ্য ছিল আজকের দিনে রাজ্যে কর্মরত সাংবাদিকদের তাদের ট্রাফিক সংক্রান্ত মামলায় জরিমানা প্রদান। এই সুবিধা সাংবাদিকদের জন্য নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও আদালতে কর্মরত বিচারকগণ। এই উদ্যোগের প্রশংসা জানিয়ে প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার মুখ্যমন্ত্রী এবং বিচারকদের ধন্যবাদ জানান।
সকাল থেকে বাদি ও বিবাদীর উভয় পক্ষের প্রতিনিধি আদালতে উপস্থিত হয়ে দ্রুত মীমাংসা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই লোক আদালত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহজ ও দ্রুত বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Leave feedback about this