জনতার কলম আগরতলা প্রতিনিধি :- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। রাজধানী আগরতলায় এবার ২২০টিরও বেশি বড় দুর্গাপূজার আয়োজন হচ্ছে। এই উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে কড়া নির্দেশনা জারি করা হয়েছে। আজ আগরতলা টাউনহলে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমার এবং পুলিশ সুপার নমিত পাঠকের উপস্থিতিতে পূজা উদ্যোক্তা, ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম প্রোভাইডারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জেলা শাসক ড. বিশাল কুমার জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। তবে, শান্তিপূর্ণ ও নিরাপদ উৎসবের জন্য ক্লাবগুলিকে কিছু নির্দিষ্ট নির্দেশনা মানতে হবে। তিনি জানান, আগরতলায় চলমান ড্রেনের কাজের কারণে রাস্তার পরিধি কিছুটা সংকুচিত হয়েছে। ফলে, পূজা কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আলোকসজ্জা বা প্যান্ডেলের সজ্জা রাস্তার সীমানা অতিক্রম না করে। এতে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হতে পারে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ক্লাবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি প্রয়োজনে পূজার আয়োজন বন্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি।
পুলিশ সুপার নমিত পাঠক জানান, শারদোৎসবকে আনন্দমুখর ও নিরাপদ করতে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর। বৈঠকে পূজা উদ্যোক্তাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যাতে কোনো অঘটন না ঘটে, সেজন্য ক্লাবগুলিকে সচেতন করা হয়েছে। পাশাপাশি, পূজার সময় ভিড় নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের সুবিধার জন্য পুলিশের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
আগরতলার পূজা কমিটিগুলি ইতিমধ্যেই প্যান্ডেল সজ্জা, মূর্তি তৈরি এবং আলোকসজ্জার কাজে ব্যস্ত। তবে, প্রশাসনের কড়া নির্দেশনার কারণে এবারের উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পালনের দিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে। আগরতলার বাসিন্দারা এই শারদোৎসবকে ঘিরে উৎসাহে মেতে উঠেছেন, এবং প্রশাসনের নির্দেশনা মেনে উৎসবকে সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ।
জেলা শাসক ও পুলিশ সুপার উভয়েই জনসাধারণ ও পূজা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, সকল নিয়ম মেনে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এবারের দুর্গাপূজাকে একটি আনন্দময় ও স্মরণীয় উৎসবে পরিণত করতে।
Leave feedback about this