জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরার পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী জিরানীয়া মহকুমা কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনা সভায় নির্দেশ দেন, চম্পকনগর থেকে রাণীরবাজার পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণ কাজ গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, জাতীয় সড়ক নির্মাণে সরকারের নির্দেশিকা যথাযথভাবে বাস্তবায়ন করা আবশ্যক।
সভায় পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী বিশেষভাবে শারদোৎসব উপলক্ষে সড়ক সংস্কারের কাজ দ্রুত শেষ করতে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে, পানীয়জল সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে এবং আইন শৃঙ্খলা অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। পাশাপাশি, রেগা ও টুয়েপ প্রকল্পের সঙ্গে যুক্ত জনগণের পারিশ্রমিক পূজার আগেই প্রদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বিষয়টি কার্যকর করার জন্য বিডিও ও সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
সভায় বিভিন্ন দফতরের চলমান প্রকল্প ও তার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জলসম্পদ, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, কৃষি ও কৃষক কল্যাণ, অগ্নি নির্বাপন, বন, গ্রামোন্নয়ন, খাদ্য দপ্তরসহ বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ তাদের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, ভাইস চেয়ারপার্সন রীতা দাস, রাণীরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্লা দাস, জিরানীয়া বি.এ.সি.-র চেয়ারম্যান শুভমণি দেববর্মা, বেলবাড়ি বি.এ.সি.-র চেয়ারম্যান রোকেন দেববর্মা, মহকুমা শাসক অনিমেষ ধর, মহকুমা পুলিশ আধিকারিক সুধীর কুমার, অতিরিক্ত মহকুমা শাসক পামেলা সাহা, জিরানীয়া ব্লকের বিডিও তুষার আলম, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, অভিজিৎ দেববর্মা, রাজেশ ভৌমিকসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধি।
এই উদ্যোগের মাধ্যমে চম্পকনগর থেকে রাণীরবাজার পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের দ্রুত অগ্রগতি সাধন ও এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
Leave feedback about this