জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হিমাচল প্রদেশে সম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ে মারাত্মক ক্ষয়ক্ষতির কারণে বিপর্যস্তদের সহায়তায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। মঙ্গলবার বিকেলে কৃষ্ণনগড়স্থ বিজেপির রাজ্য কার্যালয়ের সামনে থেকে ত্রাণ বোঝাই গাড়িটি যাত্রা শুরু করে। এই কর্মসূচির সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। ভার্চুয়ালি দিল্লির ত্রিপুরা ভবন থেকে অনুষ্ঠানে যোগ দেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য। পরে গাড়িটি হিমাচলের পথে রওনা হয়।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হিমাচল প্রদেশকে ৫ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি, দলের তরফ থেকেও ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। তাই আজ প্রদেশ বিজেপির উদ্যোগে ত্রাণ সামগ্রী ভর্তি গাড়িটি পাঠানো হলো। এই অনুষ্ঠানে প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক, তাপস ভট্টাচার্য্য সহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ড. মানিক সাহা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশ অনুযায়ী সরকার ও দল কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, হিমাচল প্রদেশ খুব দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে।” ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য, চিকিৎসা সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র, যা বিপর্যস্ত অঞ্চলে পৌঁছে প্রয়োজনমত বিতরণ করা হবে।
Leave feedback about this