2025-09-09
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

এই বছরও আগরতলা পুরনিগমের পক্ষ থেকে শারদ সম্মান প্রদান

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- এই বছরও আগরতলা পুরনিগম শারদ সম্মান প্রদান অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। মঙ্গলবার পুরনিগম কার্যালয়ে আয়োজিত একটি বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র, কমিশনারসহ সকল কর্পোরেটর উপস্থিত থেকে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগরতলা পুরনিগমের ৪টি জোনভিত্তিক পূজা উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন বিভাগে পুরুস্কার বিতরণ করা হবে। এছাড়াও মোট ৫টি বিশেষ বিভাগে সেরার সেরা ৫টি সংস্থাকে পৃথকভাবে সম্মানিত করা হবে। পুরনিগম কর্তৃপক্ষ জানায়, মোট পুরুস্কার থাকবে ২১টি।

সেরাদের মধ্যে সেরা সংস্থাগুলোকে প্রদান করা হবে বিশেষ ট্রফি ও ৫০ হাজার টাকা করে পুরস্কার হিসেবে। অন্য বিভাগে সাফল্য অর্জনকারীদেরকে ট্রফি সহ ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে। পুরনিগমের মেয়র দীপক মজুমদার জানান, “প্রতিবছর এই শারদ সম্মান আয়োজনের মাধ্যমে আমরা স্থানীয় ক্লাব, সামাজিক সংগঠন ও পূজা উদ্যোক্তাদের উৎসাহিত করি, যাতে তারা উন্নত ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন করতে পারে।”

আগরতলা পুরনিগম দীর্ঘদিন ধরে এই শারদ সম্মান আয়োজন করে আসছে। মূল লক্ষ্য হচ্ছে, সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগকে সম্মানিত করা এবং পৌরবাসীর মধ্যে উৎসব মনোরঞ্জনের পাশাপাশি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা। এই আয়োজন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পুরনিগম কর্তৃপক্ষ শীঘ্রই প্রকাশ করবে বলে আশা করা যাচ্ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service