জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে ভারত জি-২০ দেশগুলোর মধ্যে অন্যতম সেরা পারফর্মিং দেশ। আজ নয়াদিল্লিতে সিআইআই-এর ২০তম গ্লোবাল সাসটেইনেবিলিটি সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি COP21 সম্মেলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি গ্লোবাল সাউথকে একত্রিত করেন এবং উন্নত দেশগুলিকে দায়িত্ব ভাগ করে নেওয়ার বার্তা দেন।
গয়াল বলেন, ২০১৪ সালের পর থেকে ভারত তার নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পাঁচগুণ বাড়িয়েছে এবং “ওয়ান নেশন, ওয়ান গ্রিড” নীতির অধীনে জাতীয় গ্রিড তৈরি করেছে। দেশের নবায়নযোগ্য শক্তি ক্ষমতার অর্ধেকের বেশি ইতিমধ্যেই স্থাপিত হয়েছে। ২০৩০ সালের মধ্যে ৫০০ জিডব্লিউ নবায়নযোগ্য ক্ষমতা অর্জনের লক্ষ্য নেওয়া হয়েছে।
তিনি জানান, ভারতে বর্তমানে নবায়নযোগ্য বিদ্যুৎ বিশ্বের তুলনায় সর্বনিম্ন মূল্যে পাওয়া যাচ্ছে। স্বচ্ছ বিডিং প্রক্রিয়ার ফলে সৌর বিদ্যুতের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
স্টার্টআপদের উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে গয়াল উজ্জ্বলা (UJALA) প্রকল্পের উদাহরণ দেন, যেখানে সাধারণ ইনক্যান্ডেসেন্ট বাল্ব বদলে এলইডি ব্যবহারের মাধ্যমে এক বিশাল পরিবর্তন এসেছে।
অর্থনৈতিক দিক তুলে ধরে গয়াল বলেন, চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধি সম্ভব হয়েছে সমাজের সব স্তরের অবদানের কারণে। বর্তমানে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে ভারতের অবদান ১৮ শতাংশ এবং খুব শিগগিরই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে।
মন্ত্রী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ যেমন হঠাৎ বন্যা ও শহুরে প্লাবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এগুলোকে প্রবৃদ্ধির সুযোগে রূপান্তর করতে হবে। জল ব্যবহারে দায়িত্বশীলতা ও পুনর্ব্যবহারের ওপর জোর দেন তিনি। উল্লেখ করেন, ভারতে টেক্সটাইল বর্জ্যের এক শতাংশেরও কম রিসাইক্লিং হয়।
গয়াল উন্নত দেশগুলিকে সমালোচনা করে বলেন, তারা প্যারিস চুক্তিতে করা প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার সাহায্য এখনও দেয়নি। তিনি বৈশ্বিক যৌথ উদ্যোগের আহ্বান জানান।
মন্ত্রী আরও জানান, ভারত ইতিমধ্যেই মরিশাস, অস্ট্রেলিয়া, ইফটা ব্লক, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। ইউরোপীয় ইউনিয়ন, চিলি, পেরু, নিউজিল্যান্ড, ওমান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার (দ্বিতীয় ধাপ) সঙ্গে আলোচনা চলছে।
শেষে গয়াল বলেন, ভারতের ভবিষ্যৎ টেকসই উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার ওপর নির্ভর করছে। ১৪০ কোটি মানুষের সম্মিলিত প্রতিশ্রুতিতে ভারত এগিয়ে যাবে—খরচ প্রতিযোগিতামূলক, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে।
Leave feedback about this