2025-08-29
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

মোদীর প্রয়াত মাকে নিয়ে মন্তব্যের জেরে কংগ্রেস–বিজেপি সংঘাত পাটনায়

জনতার কলম ওয়েবডেস্ক:- রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে নিয়ে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার পাটনায় বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।

সূত্রের খবর, দারভাঙ্গায় কংগ্রেসের এক মঞ্চ থেকে মোদীর মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। তার প্রতিবাদে বিজেপি কর্মীরা মিছিল করে রাজ্য কংগ্রেস কমিটির সদর দফতর সাদাকাত আশ্রমের সামনে পৌঁছায়। মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী নীতিন নবীন, সঞ্জয় সরাওগি এবং বিধায়ক সঞ্জীব চৌরাসিয়া।

কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা আশ্রমের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং তাদের কর্মীদের উপর হামলা করে। এর প্রতিবাদে কংগ্রেস কর্মীরা আশ্রমের গেটের বাইরে বসে পড়েন। অপরদিকে, বিজেপির দাবি—কংগ্রেস কর্মীরাই আশ্রমের দরজা বন্ধ করে বিজেপি কর্মীদের উপর পাথর ছোঁড়ে। এর জবাবে বিজেপি কর্মীরা কংগ্রেস অফিসে ঝান্ডা ছুঁড়ে ফেলে, রাহুল গান্ধীর পোস্টারে লাঠি চালায় এবং আশেপাশে থাকা গাড়ি ভাঙচুর করে।

সংঘর্ষ থামাতে পুলিশ হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাটনা (মধ্য) এর পুলিশ সুপার দীক্ষা জানান, “এটি ছিল একটি সামান্য ঝগড়া। উভয় পক্ষের কিছু লোক আহত হয়েছে বলে অভিযোগ এসেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service