জনতার কলম আগরতলা প্রতিনিধি :- ভারতের ব্যাটার হনুমা বিহারী আগামী ২০২৫-২৬ মৌসুমে ত্রিপুরার হয়ে পেশাদার ক্রিকেটার হিসেবে খেলবেন। মঙ্গলবার আইএএনএস-কে এই তথ্য নিশ্চিত করেছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) সচিব সুব্রত দেব।
সদ্য সমাপ্ত আন্ধ্র প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড়ের (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট) খেতাব জেতা বিহারী আন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ACA) কাছ থেকে নো-অবজেকশন সার্টিফিকেট (NOC) পেয়েছেন।
সুব্রত দেব বলেন, “হ্যাঁ, বিহারীকে আমরা আসন্ন মৌসুমের জন্য সই করিয়েছি। আমরা আশা করছি, ওর উপস্থিতি দলের জন্য দারুণ হবে। তার সঙ্গে থাকলে এই বছর ত্রিপুরা নকআউটে পৌঁছতে পারবে বলে আমাদের বিশ্বাস।”
ত্রিপুরার বাকি দুই পেশাদার ক্রিকেটারের নাম এখনো ঠিক হয়নি। শোনা যাচ্ছে, গত মৌসুমে ত্রিপুরার হয়ে খেলা মনদীপ সিং-এর পাশাপাশি স্বপ্নিল সিং এবং বিজয় শঙ্করের নাম বিবেচনায় আছে। আজ সন্ধ্যার মধ্যে এই দুই ক্রিকেটারের নাম ঘোষণা করবে টিসিএ।
ত্রিপুরায় যোগ দেওয়ার বিষয়ে হনুমা বিহারী বলেন, “সব ফরম্যাটে খেলার সুযোগ পাওয়ার জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”
Leave feedback about this