জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লি এনসিআর জুড়ে অন্তত ১৩টি স্থানে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অভিযানের লক্ষ্য তালিকায় ছিলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী ও এএপি নেতা সোরভ ভরদ্বাজ—যার বাড়িতেও তল্লাশি হয়েছে। তদন্তটি দিল্লির হাসপাতাল নির্মাণ প্রকল্পে অনিয়ম ও অর্থপাচার অভিযোগসংক্রান্ত। ইডি সূত্রে জানা যায়, স্বাস্থ্য পরিকাঠামো নির্মাণের চুক্তিতে আর্থিক অনিয়মের সন্দেহে এই তল্লাশি চালানো হয়েছে।
এ নিয়ে এএপি নেতৃত্ব অতিশি অভিযোগ করেন, “এগুলো ১০০% মিথ্যা রেইড। যে সময়ের মামলার কথা বলা হচ্ছে, তখন সোরভজি মন্ত্রীই ছিলেন না। এটা প্রধানমন্ত্রী মোদীর ‘ফেক ডিগ্রি’ প্রসঙ্গ থেকে নজর ঘোরানোর কৌশল।” তিনি আরও বলেন, “এএপি কট্টর ইমানদার; যত রেইড হোক, আমরা ভয় পাই না।”
মামলাটি যে হাসপাতাল নির্মাণ ‘স্ক্যাম’—তার মূল্য প্রায় ₹৫,৫৯০ কোটি টাকার প্রকল্পের সঙ্গে যুক্ত—এমনটিই জানিয়েছে একাধিক প্রতিবেদন। সূত্রের দাবি, বহু প্রকল্পে নির্ধারিত সময়ে কাজ শেষ না-হওয়া ও ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই তদন্তের সূত্রপাত। তবে আজ পর্যন্ত গ্রেফতারির কোনও খবর মেলেনি; তল্লাশি চলমান।
ঘটনায় রাজনীতি চড়তে শুরু করেছে। দিল্লি বিজেপি নেতৃত্ব ইডি-র পদক্ষেপকে স্বাগত জানিয়ে এএপি সরকারকে “দুর্নীতির” অভিযোগে দায়ভার করেছে; পাল্টা এএপি বলছে, মোদি সরকারের এজেন্সি-দুর্ব্যবহারের আরেক উদাহরণ এটি।
প্রেক্ষাপট: মঙ্গলবার সকালের অভিযানে দিল্লির দুই নির্মাতা প্রতিষ্ঠানের অফিসসহ মোট ১২–১৩টি প্রাঙ্গণ তল্লাশি করা হয়। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে; ইডি আনুষ্ঠানিক বিবৃতি ও জব্দ নথি/টাকার বিস্তারিত প্রকাশ করেনি।
Leave feedback about this