2025-08-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পুরস্কার বিতরণীতে কোটি টাকা খরচ, অথচ নিরাপত্তাকর্মীদের বেতন নেই—প্রশ্নে TCA

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-কয়েক মাস ধরে বেতন না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (TCA) নিরাপত্তা কর্মীরা। আজ দুপুরে এসোসিয়েশনের অফিসের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা। দাবি, অবিলম্বে বকেয়া মজুরি পরিশোধ করতে হবে।

সূত্রে জানা গেছে, TCA-তে এটিএসএফ (ATSF) সংস্থার অন্তর্গত ১৫ জন বেসরকারি নিরাপত্তা রক্ষী দায়িত্ব পালন করছেন। তাঁদের অভিযোগ, চলতি বছরের মে মাস পর্যন্ত TCA-র কাছে প্রায় ১৩ লাখ ১৩ হাজার ৭০৭ টাকা বকেয়া রয়েছে। সেই টাকা না মেটানোর ফলে সংস্থাটি তিন মাস ধরে নিরাপত্তাকর্মীদের বেতন দিতে পারছে না।

নিরাপত্তা কর্মীরা জানান, একাধিকবার লিখিতভাবে আবেদন জানিয়েও কোনও সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা আজ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে সমস্ত বকেয়া মিটিয়ে তাঁদের পাওনা মজুরি পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে প্রায় ৪৬ লক্ষ টাকা ব্যয় করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। অথচ নিরাপত্তা কর্মীদের বকেয়া মেটাতে ব্যর্থ হয়েছে—এই বৈপরীত্য নিয়েই জনমনে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের কৌতূহল, বিলাসবহুল খরচ সম্ভব হলে গরিব নিরাপত্তা রক্ষীদের বেতন আটকে গেল কেন?

বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত সমাধান না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। এখন নজর TCA-র দিকে—সংস্থা কীভাবে এই অভিযোগের জবাব দেয় এবং সমস্যার সমাধান করে, সেটাই দেখার বিষয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service