জনতার কলম আগরতলা প্রতিনিধি :-নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য অর্জন করেছে বাজারিছড়ি চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশ। সোমবার সকালে কলকাতা থেকে আগত ছয় চাকার খুচরো সামগ্রী বোঝাই লরি চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছালে তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলে।তল্লাশির সময় গাড়ির বিভিন্ন আড়ালে লুকানো তেলের টিনের ভিতর থেকে ৩০,৪৩০ বোতল নেশাজাতীয় এসকফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, বাজারে এই সিরাপের কলোবাজারি মূল্য প্রায় তিন কোটি টাকা হবে।
এই ঘটনার সঙ্গে জড়িত চালক ও সহচালককে আটক করা হয়েছে। তাদের নাম যথাক্রমে হামিনুর ইসলাম এবং শেখ আলামিন। তারা পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার দেওগঙ্গা থানাধিন শিমুলিয়ার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।উদ্ধার হওয়া নেশাজাতীয় সিরাপের ব্যাপক চাহিদা রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশে।
জানা গেছে, সেখানকার বাজারে প্রতিটি শিশি এক হাজার থেকে বারোশ’ টাকা পর্যন্ত বিক্রি হয়। ফলে, ত্রিপুরা হয়ে উঠেছে এই ধরনের নেশা সামগ্রী পাচারের গুরুত্বপূর্ণ করিডোর।পুলিশের এই সফল অভিযানের জন্য এলাকার সচেতন মহল সন্তুষ্টি প্রকাশ করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অভিযানের মাধ্যমে নেশা সামগ্রীর প্রবাহ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
Leave feedback about this