জনতার কলম আগরতলা প্রতিনিধি :- কুমারঘাট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেব তির্যকভাবে বর্তমান সিপিএম রাজ্য সম্পাদককে আক্রমণ করেছেন। তিনি বলেন, বর্তমান সিপিএম সম্পাদক যখন বামফ্রন্ট সরকারের সময়ে একটি ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ছিলেন, তখন আন্তর্জাতিক জিমন্যাস্ট আসরে সোনার মেয়ে দীপা কর্মকারের সিলেকশন নিয়ে জটিলতার সময় কোনো ভূমিকা রাখেননি।
বিপ্লব কুমার দেব দাবি করেন, প্রদেশ বিজেপির সভাপতি থাকাকালীন সময়ে তিনি ও বিজেপি নেতৃত্বরা দীপাকে আন্তর্জাতিক আসরে খেলার সুযোগ দিতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছিলেন। সেই সুযোগে দীপা নিজের যোগ্যতা প্রমাণ করে শুধু ত্রিপুরার নয়, গোটা দেশের ক্রীড়াজগতে খ্যাতি অর্জন করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, কমিউনিস্টরা ৩৫ বছর ধরে ত্রিপুরায় একটি ‘পার্মানেন্ট ইমারজেন্সি’ পরিস্থিতি তৈরি করেছে। যুবকদের খেলার মাঠে যাওয়ার পরিবর্তে রাজনৈতিক মিছিলের মাধ্যমে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থ আদায়ে ব্যস্ত ছিল। বিপ্লব কুমার দেব বলেন, এই ধরনের রাজনৈতিক নীতি কখনও রাজ্য ও মানুষের কল্যাণে বিশ্বাসী নয়।
Leave feedback about this