জনতার কলম ওয়েবডেস্ক :- আজ (শনিবার) জাতীয় রাজধানী দিল্লি বিধানসভায় দুই দিনের অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সম্মেলন আয়োজন করা হয়েছে দেশের প্রথম ভারতীয় স্পিকার বিত্থলভাই পটেলের নির্বাচনের ১০০ বছর পূর্তি উপলক্ষে।
উদ্বোধনী ভাষণে অমিত শাহ বলেন, দেশের স্বাধীনতার মতো স্বাধীনতার পর দেশকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, বিত্থলভাই পটেল ভারতীয় চিন্তাধারার ভিত্তিতে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের মর্যাদা রক্ষা ও স্পিকারের পদকে সম্মান জানানোর উপর জোর দেন। তিনি বলেন, সংসদ হওয়া উচিত একটি নিরপেক্ষ মঞ্চ, যেখানে দেশের মানুষের সমস্যাগুলোকে যথাযথভাবে তুলে ধরা যায়। পাশাপাশি প্রতিটি সদস্যের দায়িত্ব হলো নির্ধারিত নিয়ম মেনে হাউস পরিচালনা নিশ্চিত করা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, এই দুই দিনের সম্মেলন সর্বোত্তম অভিজ্ঞতা বিনিময়ের জন্য অত্যন্ত কার্যকরী। তিনি জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদ ও বিধানসভাগুলো যদি সুষ্ঠুভাবে পরিচালিত না হয় তবে গণতন্ত্রের উপর প্রশ্ন উঠবে। বিরোধিতা সংসদের অধিকার হলেও তা কখনোই কার্যক্রমে বিঘ্ন ঘটানো উচিত নয়।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি.কে. সাক্সেনা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরাও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এই সম্মেলনে রাজ্য বিধানসভাগুলির স্পিকার ও ডেপুটি স্পিকার, রাজ্য আইন পরিষদের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানরা অংশ নিচ্ছেন। আলোচনার মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়, শ্রেষ্ঠ চর্চা ভাগাভাগি এবং আইন প্রণয়ন প্রক্রিয়াকে আরও কার্যকর ও স্বচ্ছ করার উপায় অনুসন্ধান করা হবে।
বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ডিজিটাল উদ্ভাবনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যাতে আইন প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা ও সাড়া দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিশেষ প্রদর্শনীও উদ্বোধন করেন, যেখানে বিত্থলভাই পটেলের বিরল নথি, ছবি ও সংসদীয় ইতিহাস তুলে ধরা হয়েছে। পাশাপাশি তাঁর জীবনভিত্তিক একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হয়েছে।
Leave feedback about this