জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজধানীর উত্তর বনমালীপুর ইয়ংস কর্নার ক্লাব সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা বাইরে থাকায় শনিবার গভীর রাতে চোরের দল বাড়িতে হানা দিয়ে প্রায় ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা ইন্দিরা দেববর্মা ও তাঁর মা শুক্লা দেববর্মা বাড়ি থেকে বেড়াতে গিয়েছিলেন। তাঁদের অনুপস্থিতির সুযোগে চোরেরা ঘরে ঢুকে আলমিরা ও লকার ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। এমনকি ঠাকুরঘর পর্যন্ত ভাঙচুর করে নগদ অর্থ লুঠ করেছে বলে অভিযোগ।
রবিবার সকালে বাড়িতে ফিরে ঘটনাটি নজরে আসতেই ইন্দিরা দেববর্মা ও তাঁর মা চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ ছুটে আসেন। খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পাশাপাশি আশেপাশের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে চোরের দলকে শনাক্ত করতে।
এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইন্দিরা দেববর্মা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত চোরের দলকে গ্রেফতার করে তাঁদের চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।
Leave feedback about this