2025-08-21
Ramnagar, Agartala,Tripura
দেশ

জিএসটি সংস্কারে বড় পরিবর্তনের পথে কেন্দ্র, প্রস্তাবে সায় মন্ত্রীগোষ্ঠীর

জনতার কলম ওয়েবডেস্ক :- পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে সায় দিল মন্ত্রীগোষ্ঠী (গ্রুপ অফ মিনিস্টারস বা জিওএম)। নতুন প্রস্তাব অনুযায়ী, চারটি করহার বাতিল করে শুধু দুই হারে জিএসটি নেওয়া হবে— ৫% এবং ১৮%। এর ফলে বর্তমানের ১২% এবং ২৮% করহার বাতিল করা হচ্ছে।

তবে ক্ষতিকর ও অতিবিলাসী পণ্যের জন্য আলাদা ব্যবস্থা রাখা হবে। সেই তালিকায় থাকতে পারে মদ, সিগারেট, বিলাসবহুল গাড়ি প্রভৃতি। এই সমস্ত পণ্যে সর্বোচ্চ ৪০% কর ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সূত্রের খবর, তামাকজাত দ্রব্য, ঠান্ডা পানীয়, ফাস্ট ফুড, কফি, চিনি, বিভিন্ন মাদক দ্রব্য এমনকি পর্নোগ্রাফিও এই বিশেষ করহার তালিকায় পড়তে পারে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে ছয় সদস্যের মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে জিএসটি সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও।

জিওএম-এর প্রস্তাব এখন যাবে জিএসটি কাউন্সিলে। আগামী সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই স্বাধীনতা দিবসের ভাষণে ইঙ্গিত দিয়েছিলেন, দীপাবলির আগেই নতুন জিএসটি ব্যবস্থা চালু হয়ে যাবে। সেই লক্ষ্যেই এখন তৎপর কেন্দ্র।

অন্যদিকে, কিছু কিছু পণ্যে জিএসটি কমানো হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। ফলে নতুন ব্যবস্থায় সাধারণ ভোক্তার খরচে কিছুটা স্বস্তি এলেও বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যের ক্ষেত্রে বাড়বে করের চাপ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service