জনতার কলম ওয়েবডেস্ক :- আভাস আগেই পাওয়া গিয়েছিল। হলও। তা-ই। ভারতের উপর ২৫ শতাংশ শুদ্ধ চাপিয়ে দিল আমেরিকা। বুধবার বিকেলে (ভারতীয় সময় অনুসারে) এই শুল্কহার ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ অগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। কেন ভারতের উপর এই শুল্ক চাপানো হল, নিজের সমাজমাধ্যম পোস্টে সেই ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প। ওই শুল্কের পাশাপাশি ভারতের উপর একটি জরিমানা চাপানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। যদিও কী সেই জরিমানা, তা সমাজমাধ্যম পোস্টে স্পষ্ট ভাবে উল্লেখ করেননি আমেরিকার প্রেসিডেন্ট।
ভারতীয় সময় অনুসারে বুধবার বিকেলে সমাজমাধ্যম ‘টুথ সোশ্যাল’-এর পাতায় ভারতের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ট্রাম্প। সেখানে ভারতকে ‘বন্ধুরাষ্ট্র’ হিসাবে ব্যাখ্যা করেছেন তিনি। তবে রাশিয়া এবং চিনের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ট্রাম্পের দাবি, মার্কিন পণ্যের উপর ভারতীয় বাজারে চড়া হারে শুল্ক নেওয়া হয়। সেই কারণেই আমেরিকার বাজারে ভারতীয় পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুদ্ধ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সমাজমাধ্যম পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা তুলনামূলক ভাবে খুব কম হয়েছে। কারণ ওরা অনেক বেশি শুষ্ক নেয়। বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি। ওদের সঙ্গে ব্যবসায় অনেক বিরক্তিকর বাধা রয়েছে, যার সঙ্গে আর্থিক কোনও সম্পর্ক নেই। এ ছাড়া, ওরা সব সময় নিজেদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়া থেকে কেনে। রাশিয়ার জ্বালানি সবচেয়ে বেশি কেনে ওরা। চিনের থেকেও কেনে। যখন সকলে চাইছে রাশিয়া-ইউক্রেনে হত্যালীলা বন্ধ করুক, তখন এ সব কাজ ভাল নয়। তাই ভারত ২৫ শতাংশ শুদ্ধ দেবে এবং উল্লেখিত বিষয়গুলির জন্য একটি জরিমানাও নেওয়া হবে। ১ অগস্ট থেকে।’
উল্লেখ্য, বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আমেরিকার তরফে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল ১ অগস্ট। তবে নানা জটিলতায় আটিকে এখনও পর্যন্ত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি ভারতের। এই পরিস্থিতিতে ভারতের উপর শুল্ক চাপানো হবে কিনা জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘হ্যাঁ এমনটা হতে পারে।’ হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের উপর শুদ্ধবোমা ছুড়লেন মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে জানিয়ে দিলেন, রাশিয়া থেকে কমদামি তেল কেনার ‘সাজা’ হিসাবেই ভারতকে এই অতিরিক্ত শুল্ক গুণতে হচ্ছে।
Leave feedback about this