জনতার কলম ওয়েবডেস্ক :- পাঁচ টেস্ট ম্যাচ সিরিজের মধ্যে চারটি খেলা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। দু’টি ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছে। আর ভারত একটা ম্যাচ ছিনিয়ে নিয়েছে। চতুর্থ টেস্ট ম্যাচটি ড্র হয়ে যায়। বৃহস্পতিবার থেকে ওভালে পঞ্চম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। তার আগেই আইসিসি টেস্ট ম্যাচের র্যাঙ্কিং ঘোষণা করে দিল। অল রাউন্ডার হিসেবে ভারতের রবীন্দ্র জাদেজা সবচেয়ে ভালো জায়গায় রয়েছেন। তিনি যেমন অল রাউন্ডার হিসেবে শীর্ষে রয়েছেন, তেমনই আবার টি-টোয়েন্টি ম্যাচে জাদেজা প্রথম স্থানে অবস্থান করছেন। স্বাভাবিকভাবেই ওভালে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের আগেই অধিনায়ক শুভমন গিলদের কাছে ভালো বার্তা। চতুর্থ টেস্টে পারফরম্যান্সের ভিত্তিতে ভারত ও ইংল্যান্ডের দুই তারকা বেন স্টোকস ও রবীন্দ্র জাদেজা অনেকটা এগিয়ে এসেছেন। এক নম্বর স্থান ধরেই রেখেছেন রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার হিসেবে। তাঁর সংগ্রহে রয়েছে ৪২২ পয়েন্ট। তিন ধাপ এগিয়ে এসেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তাঁর জায়গা হয়েছে দ্বিতীয় স্থানে। তিনি শুধু বোলার নন, ব্যাটসম্যান হিসেবেও ভালো জায়গায় রয়েছেন।
চতুর্থ টেস্টে ব্যাট হাতে তিনি যেমন ১৪১ রান করেছেন, তেমনই ছ’টি উইকেটও তাঁর দখলে রয়েছে। তার মধ্যে প্রথম ইনিংসে ভারতের পাঁচজন ব্যাটসম্যানকে আউট করেছেন বেন স্টোকস। আর একটি উইকেট পান দ্বিতীয় ইনিংসে।
রবীন্দ্র জাদেজা নিজের জায়গা ধরে রাখার জন্য দুরন্ত পারফরম্যান্স করেছেন। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্ট ম্যাচে তাঁর অসাধারণ ব্যাটিং শুধু নজর কাড়েনি, তাঁর ব্যাট থেকে এসেছে ১০৭ রান। আর তাঁর দখলে চারটি উইকেট। স্বাভাবিকভাবেই এই পারফরম্যান্সের ভিত্তিতে অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে টেক্কা দেওয়া অন্যদের পক্ষে সম্ভব ছিল না। অল রাউন্ডার হিসেবে বাংলাদেশে মেহেদি হাসান বেশ কয়েক ধাপ এগিয়ে এলেন। তবে দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসন থেকে জো রুট এগিয়ে এলেন এবং প্রথম স্থানে নাম লেখালেন।
আসলে ব্যাটসম্যান হিসেবে চতুর্থ টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে ১৫০ রান করে জায়গাটা পাকাপোক্ত করে নেন। র্যাঙ্কিংয়ে ভারতের ওয়াশিংটন সুন্দর বেশ কিছুটা এগিয়ে রয়েছেন। যেহেতু তিনি চতুর্থ টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে ১০১ রান করে আট ধাপ এগিয়ে এসেছেন, বর্তমানে তাঁর স্থান হয়েছে ৬৫ নম্বরে।
Leave feedback about this