2025-07-30
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

১১ বছর ধরে বিজেপি দেশে অরাজকতা চালাচ্ছে, দেশের সাধারণ মানুষের কথা চিন্তা না করে পুঁজিপতিদের তোষন করছে: জিতেন্দ্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-১১ বছর ধরে দেশে বিভাজনের রাজনীতি চালাচ্ছে বিজেপি। অন্যদিকে চলছে দমন পীড়ন। নির্বাচন কমিশন থেকে শুরু করে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান গুলি দখল করে নিয়েছে। বক্তা বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পদাক জিতেন্দ্র চৌধুরী। বুধবার ওরিয়েন্ট চৌমুহনীতে বামফ্রন্ট কমিটির ডাকা গন অবস্থানে বক্তব্য রাখছিলেন তিনি। জিতেন্দ্র বাবু এদিন বিভিন্ন ইস্যুতে বিজেপি দল ও বিজেপি সরকারকে সাঁড়াশি আক্রমন করেন।

বিদ্যুৎ, সিএনজি, পিএনজি, পানীয় জল ও গোমতী দুধ-এর বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এবং গ্রাহকের আপত্তি অগ্রাহ্য করে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি ওরিয়েন্ট চৌমুহনীতে গণঅবস্থান কর্মসূচি পালন। এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিজেপি দল দেশে ধর্ম ও জাতপাতের নামে, কোথায়ও প্রাদেশিকতার বিভিন্ন ইস্যু উস্কে দিয়ে রাজনীতি করছে। বিভিন্ন বিষয়ে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, ১১ বছর ধরে তারা দেশে অরাজকতা চালাচ্ছে।

দেশের সাধারণ মানুষের কথা চিন্তা না করে পুঁজিপতিদের তোষন করছে। রাষ্ট্রায়াত্ত সংস্থা গুলিকে বেসরকারি করণের মধ্যে দিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দেয়া হচ্ছে। তাদের লক্ষ্য কর্পোরেট। দেশের মানুষ ধর্মঘটের মাধ্যমে সরকারে বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করলেও সেগুলিকে মান্যতা দিচ্ছেনা মোদী সরকার। লোকসভা নির্বাচনে ৪০০ পার বলে ছিলো, বাস্তবে ৩০০ পার করতে পারেনি। জিতেন্দ্র বাবু এদিন বিজেপি সরকারের অমৃতকাল, বিশ্বশুরু, আসছে দিন, বিকশিত ভারত নিয়ে সমালোচনা করেন।

প্রসঙ্গক্রমে বিরোধী দলনেতা বলেন, রাজ্যে বিজ্ঞাপনের সরকার চলছে। কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। রাজ্যের উন্নয়ন ফ্ল্যাগ ফেস্টুনের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু গ্যাসের দাম বাড়ানো হবে, বিদ্যুতের মাশুল বাড়ানো হবে, সিএনজি বাড়ানো হবে, এমন কোন বিজ্ঞাপন ছিলোনা। সবই রসিকতা। এদিনের বামফ্রন্ট কমিটির ডাকা গন অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপির সমালোচনায় সরব ছিলেন।

সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সঙ্গবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানান তিনি। এই গন অবস্থানে সমস্ত বাম দলগুলির নেতারা উপস্থিত ছিলেন। সাধারণ কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service