জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ভার্চুয়ালি ৬টি জনজাতি ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পিএম জনমন এবং ধরতি আবা জনভাগিদারী গ্রাম উৎকর্ষ অভিযান স্কিমে জনজাতি ছাত্রছাত্রীদের জন্য এই নতুন ছাত্রাবাসগুলি নির্মাণ করা হবে। বগাফা ব্লকের গোবিন্দবাড়ি উচ্চ বিদ্যালয়, নারাইফাং উচ্চ বিদ্যালয় (ছেলে ও মেয়েদের জন্য)-২টি বিনয় প্রাসাদ পাড়া উচ্চ বিদ্যালয় এবং জোলাইবাড়ি ব্লকের কৃষ্ণরাম পাড়া উচ্চ বিদ্যালয়ে (ছেলে ও মেয়েদের জন্য) আলাদা ২টি ছাত্রাবাস নির্মাণ করা হবে। প্রত্যেকটি ছাত্রাবাস নির্মানে ব্যয় করা হবে প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা করে।
ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয় কোয়াইফাং কমিউনিটি হলে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। প্রধান অতিথির ভাষণে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, শিক্ষার প্রসার ছাড়া কোনও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনজাতিদের শিক্ষার প্রসারে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছেন। রাজ্যে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের পাশাপাশি জনজাতি ছাত্রছাত্রীদের জন্য নির্মাণ করা হচ্ছে ছাত্রাবাস। প্রধানমন্ত্রী জনমন কর্মসূচিতে রাজ্যে ২৭টি ছাত্রাবাস নির্মাণ করা হবে। একলব্য স্কুলের সংখ্যা বাড়িয়ে ২১টি করা হয়েছে। সরকারি প্রকল্পের সুযোগ সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে পৌঁছায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোলাইবাড়ি বিএসি’র চেয়ারম্যান অশোক মগ, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মহাম্মদ সাজ্জাত পি, দক্ষিণ ত্রিপুরা জেলার শিক্ষা আধিকারিক দিলীপ দেববর্মা, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত প্রমুখ। এছাড়াও ভিত্তিপ্রস্তর স্থাপনের অন্য অনুষ্ঠানগুলিতে আলাদা আলাদাভাবে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক মাইলায়ু মগ, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং প্রমুখ।
মোহনপুর: হেজামারা ব্লকে পূর্ব তমাকারি এডিসি ভিলেজের অন্তর্গত রাধানগর হাই স্কুলের ছাত্রাবাসের আজ ভার্চুয়ালি শিলান্যাস করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ৫০ আসন বিশিষ্ট এই ছাত্রাবাস নির্মাণে ব্যয় হবে ২ কোটি ৮০ লক্ষ টাকা। শিলান্যাস উপলক্ষ্যে রাধানগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি’র কার্যনির্বাহী সদস্য (শিক্ষা) রবীন্দ্র দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, হেজামারা বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা এবং ভাইস চেয়ারম্যান নীহার রঞ্জন দেববর্মা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, হেজামারা ব্লকের বিডিও মানস মুড়াসিং প্রমুখ। এডিসি’র কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শিক্ষা পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার এবং এডিসি’র বিভিন্ন প্রকল্প রূপায়ণের কথা তিনি তুলে ধরেন।
Leave feedback about this