2025-07-29
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে কাজ করছে নির্বাচন কমিশন: আশীষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের নির্বাচন কমিশন নির্বাচক মন্ডলীর নামের তালিকা সংশোধনের নামে যে ভূমিকা পালন করছে তার তীব্র নিন্দা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বলেন কোনো একটি দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে কাজ করছে নির্বাচন কমিশন। একইসঙ্গে তিনি প্রদ্যুৎ কিশোরে এর ভূমিকারও সমালোচনা করেন।

দেশের নির্বাচন কমিশন নির্বাচক মন্ডলীর নামের তালিকা যে ভাবে সংশোধন করছে তাতে উদ্বিগ্ন প্রদেশ কংগ্রেস। তাদের আশঙ্কা এই এস আই আর গদ্ধতি ত্রিপুরাতেও প্রয়োগ করতে পারে। প্রদেশ কংগ্রেস সভাপতি মঙ্গলবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারত সরকারের দেওয়া নাগরিকত্বের পরিচয়পত্র নির্বাচন কমিশন অস্বীকার করছে।

নির্বাচন কমিশনের এই ধরণের কোনো অধিকার নেই। সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে দেশের নির্বাচন কমিশন এই কাজ করছে বলে অভিযোগ করেন আশীষ বাবু। কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে এরা এই কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে প্রদ্যুৎ কিশোরে দেববর্মন এরও সমালোচনা করেন। বলেন অনেক নিম্ন আয়ের মানুষ এমনকি উপজাতিদের মধ্যেও অনেকে এখন জন্মের প্রমান পত্র দেখাতে পারবে না।

উল্লেখ্য সম্প্রতি প্রদ্যুৎ নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বিহার মডেল ত্রিপুরাতেও লাগু করার দাবি জানিয়েছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অবশ্য অনুপ্রবেশকারীদের সমর্থন করেন না বলে জানিয়েছেন। অনুপ্রবেশ কারীদের চিন্নিত করতে গিয়ে কোনো বৈধ নাগরিকের নাম বাতিল হলে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে বলে সাফ জানিয়ে দেন তিনি। এদিকে এদিন বক্সনগর বিধানসভা কেন্দ্রের অবসর প্রাপ্ত এক শিক্ষক সহ এক যুবক সিপিআইএম দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন। উল্লেখ্য, ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনেক দিন বাকি, তার আগেই, রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন দল থেকে নেতা, কর্মীরা এসে কংগ্রেস দলে যোগ দিচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে কংগ্রেসের হালে জোয়ার আসবে বলে দাবি বিভিন্ন মহলের।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service