2025-07-26
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

ভারত-মালদ্বীপের বন্ধুত্ব আগামীদিনে অগ্রগতির শিখরে পৌঁছবে: মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- শুক্রবার মালদ্বীপে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৩-এর নভেম্বরে সেখানে রাষ্ট্রপতি ড. মহম্মদ মুইজুর দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রীর এটিই প্রথম ওই দ্বীপরাষ্ট্রে সফর। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজু।

এদিন প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় জানান, মালেতে অবতরণ করলাম। রাষ্ট্রপতি মুইচ্ছু বিমানবন্দরে এসে আমাকে স্বাগত জানালেন, তাতে আমি গভীরভাবে অভিভূত। আমি নিশ্চিত যে ভারত-মালদ্বীপের বন্ধুত্ব আগামীদিনে অগ্রগতির নতুন শিখরে পৌঁছবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইচ্ছু যৌথভাবে সর্বাত্মক অর্থনৈতিক এবং সমুদ্র নিরাপত্তার অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। সেদেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকালে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি বেশি কিছু পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের সূচনা হবে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত ও মালদ্বীপের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা করতে পেরে আমি আনন্দিত এবং উষ্ণ অভ্যর্থনার জন্য তাঁদের ধন্যবাদ জানাই।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service