2025-07-26
Ramnagar, Agartala,Tripura
দেশ নির্বাচন

ভোটার তালিকা সংশোধনের প্রথম পর্ব শেষে ৬৫.২ লক্ষ বাদ পড়ার সম্ভাবনা 

জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই পর্বে প্রায় ৬৫.২ লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। কমিশন জানিয়েছে, এই ৬৫.২ লক্ষ ভোটারের মধ্যে ২২ লক্ষ ইতিমধ্যেই মৃত, ৩৫ লক্ষ স্থায়ীভাবে বিহারের বাইরে চলে গিয়েছেন, ৭ লক্ষ একাধিক স্থানে ভোটার তালিকায় নাম তুলেছেন এবং ১.২ লক্ষ এখনও পর্যন্ত সংশ্লিষ্ট ফর্ম জমা দেননি।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, রাজ্যের ৯৯.৮ শতাংশ ভোটারকে এই বিশেষ তালিকা সংশোধন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। বিহারের মোট ৭.৯ কোটি ভোটারের মধ্যে ৭.২৩ কোটি ভোটারের ফর্ম জমা পড়েছে ও ডিজিটাইজ করা হয়েছে। তাঁদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা আগামী ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ফর্ম পূরণ করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। একইসঙ্গে, বিভিন্ন রাজনৈতিক দল অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য আপত্তি জানাতে পারবে।

এই পক্রিয়া নিয়ে বিরোধীরা কড়া সমালোচনা করেছে। তাদের অভিযোগ, ভোটের আগে দ্রুত এই প্রক্রিয়া চালিয়ে শাসক জোটকে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্য রয়েছে। আজ সংসদেও বিরোধীরা এই ইস্যুতে বিক্ষোভদেখিয়েছে, যার জেরে পঞ্চম দিনেও দুই কক্ষেই কাজ ব্যাহত হয়েছে। বিক্ষোভের সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়ো বলেন, ওরা (কেন্দ্র) গরিবদের ভোটাধিকার কেড়ে নিতে চায়, শুধু উচ্চবিত্তরাই যেন ভোট দিতে পারে সেই চেষ্টাই চলছে। সংবিধান মানা হচ্ছে না।

অন্যদিকে, নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ২০০৩ সালের পর এই প্রথম এমন বিশদভাবে তালিকা সংশোধন চলছে, এবং তারা বারবার আশ্বাস দিচ্ছে, কোনও যোগ্য ভোটারই তালিকা থেকে বাদ পড়বেন না।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service