জনতার কলম ওয়েবডেস্ক :- অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা হবে। শুক্রবার একথা জানিয়েছেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু। কেন্দ্রীয়মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হবে এটি ছিল বিরোধী দলগুলির দাবি। আমরা সঙ্গে সঙ্গেই তাতে সম্মত হয়েছি। পরবর্তীতে কী আলোচনা করা হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
কিরেণ রিজিজু এও বলেছেন, আজ আমরা মল্লিকার্জুন খাড়ো এবং রাহুল গান্ধির সঙ্গেও একটি বৈঠক করেছি। আমাদের ধারাবাহিক প্রচেষ্টা ছিল সংসদ যাতে সুষ্ঠুভাবে চলে তা নিশ্চিত করা। আমি সকল দলের কাছেও আবেদন করছি সবাইকে কথা বলার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে।
Leave feedback about this