2025-07-23
Ramnagar, Agartala,Tripura
খেলা

হাম্পির সামনে বড় সুযোগ বিশ্বকাপে 

জনতার কলম ওয়েবডেস্ক :- জর্জিয়ায় আয়োজিত মেয়েদের দাবা বিশ্বকাপের সেমিফাইনালের প্রথম গেমে চিনের তিংজি লেই-এর বিরুদ্ধে ভারতের কনেরু হাম্পি ড্র করলেন। দ্বিতীয় সেমিফাইনালে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন চিনের ঝংগেই তান-কে এগোতে দিলেন না আর এক ভারতীয় দিব্যা দেশমুখ। এই গেমটিও ড্র হয়েছে।

শেষ চারে দু’জন ভারতীয় ও দু’জন চিনের দাবাড়ুর লড়াইয়ে এই দাবা বিশ্বকাপে এশীয়দের দাপট পরিষ্কার। তবে এখন দেখার চাপ ধরে রেখে কোন দু’জন ফাইনালে যেতে পারেন। দুই ভারতীয় খেলোয়াড়ই কালো ঘুঁটি নিয়ে ড্র করায়, দাবা বিশেষজ্ঞদের অনেকেই তাঁদের প্রথম গেমে কিছুটা হলেও এগিয়ে রাখছেন। কারণ এর পরের গেমে দু’জনই সাদা ঘুঁটি নিয়ে খেলার সুবিধে পাবেন।

এ দিন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ঝংগেইকে এগোনোর কোনও সুযোগ দেননি দিব্যা। নিখুঁত চালে তিনি আটকে দেন চিনা তারকাকে। পাশাপাশি দেশের এক নম্বর মহিলা দাবাড়ু হাম্পিও কোনও ঝুঁকি না নিয়ে প্রথম গেম ড্র করেন।

এই বিশ্বকাপ থেকে আবার প্রথম তিন স্থানে শেষ করা দাবাড়ু সরাসরি পরের বছরের ক্যান্ডিডেটস প্রতিযোগিতায় নামার যোগ্যতা অর্জন করবেন। বুধবার দ্বিতীয় গেমও ড্র হলে বৃহস্পতিবার টাইব্রেকে ফয়সালা হবে ফাইনালে কারা উঠবেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service