2025-07-20
Ramnagar, Agartala,Tripura
দেশ

ব্রিটেন ও মলদ্বীপ সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের বিদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী। পঞ্চ দেশ সফর শেষে দেশে ফিরেছিলেন তিনি। এরপর দেশের একাধিক রাজ্যে জনসভা সেরে আগামী সপ্তাহে আরও দুটি দেশের সফরে যাবেন নরেন্দ্র মোদী। এই সফরে তাঁর প্রথম গন্তব্য হবে ব্রিটেন। যেখানে তিনি বাণিজ্য চুক্তি সেরে যাবেন দ্বিতীয় দেশ অর্থাৎ মলদ্বীপ সফরে। প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পরে এই প্রথম সেই দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত দুই দেশের সফরে যাবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরের প্রথম গন্তব্য হবে ব্রিটেন। যেখানে তিনি থাকবেন ২৩ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত। ঐতিহাসিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতেই ব্রিটেনে যাচ্ছেন তিনি। ভারত ও ব্রিটেনের ৯৯ শতাংশ বাণিজ্যকে প্রভাবিত করতে পারে এই চুক্তি। একাধিক পণ্যে শুল্ক কমতে পারে। ব্রিটেন থেকে যে সমস্ত হুইস্কি, চকোলেট, গাড়ি ভারতে আমদানি হয় তার দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্বের পঞ্চম ও ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ভারত ও ব্রিটেন তিন বছরের বিরতিহীন আলোচনার পর চুক্তি চূড়ান্ত করছে। ব্রিটেনে বারবার প্রধানমন্ত্রী পরিবর্তিত হওয়ায় ফলে ব্রিটেনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর সম্ভব হয়নি। অবশেষে আগামী সপ্তাহে ব্রিটেন প্রধানমন্ত্রী কিয়ের স্টামার মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবেন। এর ফলে ২০৩০ সালের মধ্যে এই দুই দেশের বাণিজ্য দ্বিগুণ হতে পারে। চুক্তিটি স্বাক্ষরের পর মুক্ত বাণিজ্য চুক্তিটি কার্যকর হওয়ার আগে ব্রিটিশ সংসদ কর্তৃক অনুমোদিত এবং ভারতের মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হতে হবে। স্বাক্ষরের পর থেকে এই চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নে প্রায় এক বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে।

ব্রিটেনের পর ২৫ তারিখে মালদ্বীপে যাবেন প্রধানমন্ত্রী। যেখানে তিনি ৬০তম জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইন্ডিয়া আউট’ প্রচারণার ফলে ভারত-মলদ্বীপ সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার পর, রাষ্ট্রপতি মুহাম্মদ মুইজুর প্রশাসনের অধীনে এটাই প্রথম সফর। সেই সময়ে ওই দেশের পর্যটনের উপর ব্যাপক প্রভাব পড়ে। মালদ্বীপ থেকে ভারতীয় সেনা ফের সরিয়ে নিতে বলেন মুইজ্জু। ২০২৩ সালে মুইজ্জু ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। এরপরে মুইচ্ছু চিন সফরেও যায়। ২০২৪ সালে মুইচ্ছু ভারত সফরে আসার পরে এবার এটাই প্রথম মোদীর মালদ্বীপ সফর।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service