জনতার কলম ওয়েবডেস্ক :- সম্প্রতি পঞ্চদেশীয় সফরে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশে ঘনঘন যাতায়াত করলেও কেন তিনি ভারতের মণিপুর রাজ্যে যেতে পারছেন না? এ নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গত দু’বছর ধরেই অশান্ত হয়ে আছে উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্য। এ নিয়ে মোদীর বিরুদ্ধে সুর চড়িয়ে খাড়গে বলেন, ৪২টি দেশ ঘুরে বেড়ালেন প্রধানমন্ত্রী, অথচ তিনি একবার মণিপুরে আসতে পারলেন না!
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কথায়, ‘উত্তর-পূর্বের রাজ্য মণিপুর গত প্রায় ২ বছর ধরে জাতি হিংসার আগুনে জ্বলছে। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্র যে পদক্ষেপ নিয়েছে আমরা তার বিরোধিতা করে আসছি। এই সময়-কালের মধ্যে প্রধানমন্ত্রী ৪২টি দেশ ঘুরে এলেন অথচ মণিপুরে যাওয়ার সময় হল না তাঁর।’
শনিবার কণটিকের মাইসুরুতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি এদিন সংবিধান বদল নিয়ে আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। খাড়গে বলেন, ‘বিজেপি এবং আরএসএস সংবিধান সংশোধন ও নতুন করে সংবিধান লেখার দাবি তুলেছে। কিন্তু আপনারা যতই চেষ্টা করুন না কেন, এই দেশের মানুষ আপনাদের সংবিধান বদল করতে দেবে না।’ এরপর ফের নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি বলেন, ‘মোদীজি, আপনি এই সংবিধানের দোউলতেই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হয়েছেন। সংসদে প্রবেশের আগে এই সংবিধানকে প্রণাম করেছিলেন। আজ সেই সংবিধানকেই আপনি হত্যা করছেন।’ আগামী দিনে দেশের মানুষ এর জবাব দেবে বলেই মনে করছেন কংগ্রেস সভাপতি।
Leave feedback about this