জনতার কলম ওয়েবডেস্ক :- চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। লর্ডস টেস্টে মাত্র ২২ রানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। এই অবস্থায় সিরিজ জিততে হলে ভারতকে পরের দুটি ম্যাচ জিততেই হবে। তবে দলের জন্য বড় ধাক্কা হতে পারে এই সিরিজে তারকা পেসার জসপ্রীত বুমরার অনিশ্চিত উপস্থিতি।
প্রথম এবং তৃতীয় টেস্টে খেললেও, দ্বিতীয় ম্যাচে তিনি বিশ্রামে ছিলেন ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর কারণে। সিরিজ শুরুর আগেই নির্বাচক প্রধান অজিত আগারকর জানিয়েছিলেন, বুমরা সবগুলো ম্যাচে অংশ নেবেন না। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার বলেন, খেলোয়াড়দের সিরিজের সব ম্যাচেই খেলতে হবে, ‘ব্যক্তিগত পছন্দ’ চলবে না। দিলীপ বেঙ্গসরকার বলেন, ‘আমি কোনওভাবেই সমর্থন করি না যে বোলাররা নিজেরা ম্যাচ বেছে নেবে।
আপনি যদি ফিট থাকেন এবং উপলব্ধ থাকেন, তাহলে দেশের হয়ে সব ম্যাচেই খেলতে হবে। বুমরা বিশ্বমানের বোলার, যে ম্যাচ জেতাতে সক্ষম। কিন্তু একবার যদি আপনি সফরে যান, তাহলে প্রত্যেকটি ম্যাচ খেলতে হবে। ব্যক্তিগত পছন্দে ম্যাচ বেছে নেওয়া উচিত নয়।’ বুমরাকে সিরিজের মাঝখানে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত এসেছে ২০২৪-২৫ সালের অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতার পর।
সেই সফরে তিনি পাঁচটি টেস্টেই খেলেছিলেন এবং পরে চোট পেয়ে তিন মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। দিলীপ বেঙ্গসরকার আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের হয়ে খেলা। আর আপনি যদি ফিট না থাকেন, তাহলে খেলবেন না। প্রথম টেস্টের পর তো প্রায় ৭-৮ দিনের ব্যবধান ছিল, তবুও তাকে দ্বিতীয় টেস্টে রাখা হয়নি এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। হয়তো আগরকর ও গম্ভীরের কাছে গ্রহণযোগ্য ছিল।’
এই পরিস্থিতিতে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড মনে করিয়ে দিয়েছেন, বুমরা খেললেই ভারত হারে। তাই বুমরাকে নিয়ে পরিকল্পনা পরিবর্তন করতে হবে শুভমানদের। এই পরিস্থিতিতে ‘টকস্পোর্ট’কে দেওয়া সাক্ষাতকারে লয়েড বলছেন, বুমরাকে ছাড়া এজবাস্টনে দুর্দান্তভাবে জিতেছে ভারত। অনেকেই বলে, ও খেললে ভারত নাকি বেশিরভাগ ম্যাচ হারে। খেললে কম হারে। তারাই কিন্তু বুমরাকে বিশ্বসেরা বলেন। ওর বোলিং অ্যাকশন অনেকটাই আলাদা। যদিও ছেলেটা বেশ ভালো। এই পরিস্থিতিতে লয়েড জানিয়েছেন বুমরাকে নিয়ে প্রয়োজনে পরিকল্পনা বদল করার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে ভারতের। লয়েডের সংযোজন, ভারতের কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, বুমরা পাঁচটি টেস্টের মধ্যে তিনটি খেলবে।
এখনও দু’টি ম্যাচ বাকি। আপাতত বুমরা দু’টি টেস্ট খেলেছে। গম্ভীরের কথা যদি সত্যি হয়, তাহলে ম্যাঞ্চেস্টারে খেলার কথা বুমরার। তবে আমার মনে হয়, ওরা এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। তিনি আরও বলেন, ধরা যাক, ওল্ড ট্র্যাফোর্ডে পরের টেস্টে খেলল বুমরা। আর সেই টেস্টে ভারত জেতায় সিরিজের ফলাফল হল ২-২। সেক্ষেত্রে কিন্তু ওভালের পঞ্চম টেস্টে বুমরা খেলানোর মরিয়া চেষ্টা করা হবে। কিন্তু পরের টেস্টে জিতে ইংল্যান্ড যদি ৩-১ ব্যবধানে এগিয়ে যায়, তাহলে তো ওভালে ওকে নামানোর কোনও মানে হয় না। সেই কারণেই আমার মনে হয়, ম্যাঞ্চেস্টারে খেলানো হবে বুমরাকে।
Leave feedback about this