জনতার কলম ওয়েবডেস্ক :- থামানো যাচ্ছে না পিএসজিকে। লুইস এনরিকের দল ক্লাব বিশ্বকাপে ইউরোপের সবথেকে সফলতম দল রিয়াল মাদ্রিদকে সেমিফাইনালে কার্যত উড়িয়ে দিয়ে পৌঁছে গেল ফাইনালে। পিএসজি পক্ষে ফল ৪-০। জোড়া গোল করে পিএসজির জয়ের নায়ক ফ্যাবিয়ান রুইজ। বাকি দু’টি গোল ওসুমানে ডেম্বেলে ও গঞ্জালো র্যামোসের। রিয়ালের নতুন কোচ জাবি আলোন্সোর লক্ষ্য ছিল ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া।
সেমিফাইনাল পর্যন্ত রিয়াল যথেষ্ট ভালো পারফর্মই করেছিল। কিন্তু শেষচারের যুদ্ধে কার্যত পর্যুদস্ত হয়েছে পিএসজির কাছে। ম্যাচের ৬ মিনিটে রুইজের গোলে এগিয়ে যায় ফ্রান্সের দলটি। ৯ মিনিটে ডেম্বেলের গোলে ব্যবধান বাড়ায় তারা। ২৪ মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন রুইজ। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যাওয়া পিএসজিকে আর রোখা যায়নি।
৮৭মিনিটে পিএসজির হয়ে চতুর্থ গোলটি করে যান র্যামোস। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে পাঁচ গোলে হারানো। তারপর এই প্রতিযোগিতায় রিয়ালকে চার গোল। পিএসজি যেন স্বপ্নের ফর্মে রয়েছে।
এই ম্যাচে ফ্রান্সের দলটির প্রতিপক্ষে ছিলেন তাদের প্রাক্তন তারকা কিলিয়ান এমবাপে। পিএসজি ছাড়ার পর প্রথমবার পুরনো ক্লাবের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন এমবাপে। কিন্তু তিনি কিছুই করতে পারেননি। পিএসজি প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল।
Leave feedback about this