2025-07-07
Ramnagar, Agartala,Tripura
অপরাধ দেশ

দেশের সীমান্তে কর্তব্যরত অবস্থায় আত্মহত্যা এক জওয়ানের

জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরে এক সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জওয়ান নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে মালুচক সীমান্ত চৌকিতে।

নিহত সৈনিকের নাম কনস্টেবল মৃদুল দাস, যিনি ঘটনার সময় সেন্ট্রি ডিউটিতে ছিলেন। কর্তব্যরত অবস্থায়, হঠাৎ করেই ওই সৈনিক নিজেকে গুলি করে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service