জনতার কলম ওয়েবডেস্ক :- ভারী বৃষ্টিপাতে নাজেহাল অবস্থা হিমাচল প্রদেশের। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই মূহুর্তে হিমাচল প্রদেশের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলা মান্ডি। মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বান, আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো একাধিক ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশে। বিশেষ করে, মান্ডিতে এখনও পর্যন্ত মোট ১০টি মেঘ ভাঙনের ঘটনা ঘটেছে। যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার (১ জুলাই) রাতে মান্ডিতে রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন। পাঁচজন আহত হয়েছেন এবং মেঘভাঙা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ১৬ জনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
এখনও পর্যন্ত এই বর্ষা মৌসুমে বৃষ্টিপাতজনিত ঘটনায় হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। নিহত পাঁচজনের মধ্যে, বাডাতে রয়েছে দুজন, তালওয়ারায় একজন, কারসোগের পুরাতন বাজারে একজন এবং যোগিন্দরনগরের নেরি-কোটলা থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
Leave feedback about this