2025-05-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

‘সমর্থ’ পোর্টালের মাধ্যমে রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে: শিক্ষা সচিব

Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এবছর ‘সমর্থ’ পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তি প্রক্রিয়া গত ২৩ মে ২০২৫ থেকে শুরু হয়েছে। প্রথম রাউন্ডের এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ৩০ মে,২০২৫ পর্যন্ত। ১১ জুন প্রথম রাউন্ডের মেধা তালিকা সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে প্রকাশিত হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আহুত সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। তিনি জানান, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রনালয় এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুসারে রাজ্যের সমস্ত সাধারণ ডিগ্রি কলেজগুলিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করা হয়েছে। দ্বিতীয় রাউন্ডের ভর্তি প্রক্রিয়া ২১ জুন থেকে ২৫ জুন, ২০২৫ পর্যন্ত চলবে। দ্বিতীয় রাউন্ডের ভর্তির পর কলেজগুলিতে যদি কোন আসন খালি থাকে তাহলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ মেধা তালিকা অনুসারে সেই আসনগুলি পূরণে ভর্তি প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, এবছর একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৪টি কলেজে ভর্তির আবেদন সহ প্রতি কলেজে তাদের পছন্দ অনুসারে ২টি major Subject চয়ন করতে পারবে।

সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব জানান, রাজ্যের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনের সুবিধার্থে এই শিক্ষাবর্ষে রাজ্যে ৩টি নতুন সাধারণ ডিগ্রি কলেজ চালু হচ্ছে। আমবাসায় পুরনো ডিএম অফিস বিল্ডিং, করবুকে করবুক পাঞ্জিহাম এইচ এস স্কুল এবং কাকড়াবনে পূর্বের ডায়েট কলেজে এই শিক্ষাবর্ষে কলেজগুলির ভর্তি প্রক্রিয়া সহ পঠনপাঠন শুরু হবে। এই ৩টি নতুন কলেজে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত তথ্য উচ্চশিক্ষা ডিরেক্টরেটের ওয়েবসাইটে পাওয়া যাবে। তিনি আরও জানান, জাতীয় শিক্ষানীতির নীতি নির্দেশিকা মেনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে মাল্টি ডিসিপ্লিনারি মোডে উন্নীতকরণ করা হচ্ছে। এক্ষেত্রে আগরতলার কুঞ্জবনস্থিত ইন্সটিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ এবং কুমারঘাটস্থিত কলেজ অব টিচার এডুকেশন প্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সাধারণ ডিগ্রী কলেজের মত স্নাতক স্তরের কোর্স চালু করা হচ্ছে। সেখানে মাইনর সাবজেক্টের পাশাপাশি কুঞ্জবনস্থিত ইন্সটিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ-এ মেজর সাবজেক্ট হিসাবে ইংলিশ এবং কুমারঘাটস্থিত কলেজ অব টিচার এডুকেশন-এ মেজর সাবজেক্ট হিসাবে এডুকেশন এবং পলিটিকেল সায়েন্স রাখা হয়েছে। এছাড়া পূর্বের সাব্রুম ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল বিল্ডিংটিতে মাইকেল মধুসূদন দত্ত কলেজের সায়েন্স ক্যাম্পাস হিসাবে ব্যবহার করা হবে।

নরসিংগড়ের টি আই টি-কে সরকারী টেকনিক্যাল ইউনিভার্সটিতে উন্নীতকরণ এবং আগরতলা মহিলা কলেজটিকে সরকারী মহিলা বিশ্ববিদ্যালয়ের রূপান্তরিত করা হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে আর্থিক সহায়তা পাওয়া গেছে। সে অনুযায়ী কাজও হাতে নেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা জানান, রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজগুলিতে অধ্যাপকের স্বল্পতা নিরসনে টিপিএসসি-র মাধ্যমে ২০১ জন অ্যাসিটেন্ট প্রফেসর এবং ১৩ জন প্রিন্সিপাল-এর নিয়োগ প্রক্রিয়াধীন। এছাড়া আরও ৩ জন প্রিন্সিপাল এবং ২০০ জন অ্যাসিটেন্ট প্রফেসর পদে নিয়োগের জন্য অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেছে। নতুন তিনটি ডিগ্রী কলেজের মধ্যে কাকড়াবনস্থিত পুরাতন ডায়েট কলেজে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। আমবাসায় পুরাতন ডিএম অফিস বিল্ডিং এবং করবুকে করবুক পাঞ্জিহাম এইচ এস স্কুলে সংস্কারের কাজ চলছে। শিক্ষাবর্ষ শুরুর আগেই সংস্কার কাজ সম্পন্ন হবে। রাজ্যের সমস্ত ডিগ্রী কলেজগুলিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পঠন-পাঠন জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা রাজেশ ভট্টাচার্য্য।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service