2025-05-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

প্রদেশ কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠনের উদ্যোগে রাজ্যাভিত্তিক কর্মশালা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মধ্যে সংগঠন মজবুত করতে চাইছে প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার অল ইন্ডিয়া আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস এর ত্রিপুরা প্রদেশের সম্মেলন হয় আগরতলায়। সম্মেলনে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়। সেইসঙ্গে আগামীদিনের কর্মসূচি স্থির করা হয়েছে।

তাতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস এর চেয়ারম্যান প্রাক্তন সাংসদ ডাক্তার উদিত রাজ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায়, আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস এর ত্রিপুরা শাখার সভাপতি শান্তনু পাল সহ অন্যান্যরা।

গোটা রাজ্য থেকে আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস এর প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেন। তাদের বিভিন্ন সমস্যা, দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন। তাদের মধ্যে জনজাতিদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সামনে আসছে এডিসি’র ভিলেজ কমিটির নির্বাচন।

তারপর একে একে অন্যান্য নির্বাচনগুলিও চলে আসছে। তাই সেদিকে লক্ষ্য রেখে এখন থেকেই ঘর গোছাতে প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। ছোট আকারে হলেও কিছু দিন পর পরই প্রদেশ কংগ্রেস ও এর শাখা সংগঠনগুলির কর্মসূচি থাকছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service