জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ ভারতীয় বায়ু সেনা আধিকারিক সোফিয়া ইস্যুটি হাতছাড়া করতে চাইছে না মহিলা কংগ্রেস। সর্ব ভারতীয় মহিলা কংগ্রেসের নির্দেশে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় সাহ এর মন্তব্যের নিন্দা জানায়। অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারেরও দাবি জানানো হয়।
সোমবার এই ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন প্রদেশ । মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী। তিনি মন্ত্রী বিজয় সাহ এর উপযুক্ত শাস্তির দাবি জানান। বলেন, এই মন্তব্যের মধ্যে দিয়ে বিজেপির মহিলা বিরোধী মানসিকতা প্রকাশ্যে এসেছে। মন্ত্রীর বিরুদ্ধে মধ্যপ্রদেশের আদালত মামলা নেওয়ার যে নির্দেশ দিয়েছে তাকে স্বাগত জানায় মহিলা কংগ্রেস।
উল্লেখ্য গত ১৪ মে প্রতিবাদ স্বররূপ মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় সাহ এর কুশপুতুল দাহ করেছিল প্রদেশ মহিলা কংগ্রেস। সর্ব ভারতীয় স্তরে মহিলা কংগ্রেস এই ইস্যুতে আন্দোলনে নামলেও তেমন কোনো সাড়া ফেলতে পারছে না বলে মনে করে রাজনৈতিক মহল। উল্লেখ্য, ভারতীয় বায়ু সেনা সোফিয়ার পরিবার বিজয় সাহ-এর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিআকর্ষণ করলেও ইতিবাচক কোন সাড়া মেলেনি।
Leave feedback about this