জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রহস্যজনক ভাবে মৃত্যু হলো আরো এক গৃহবধূর। ঘটনা রাজধানীর দুর্গা চৌমহনী এলাকায় একটি ফ্লাটে। মৃতার নাম অনামিকা আচার্য। তার মাথার পিছনে জখম ছিল ও তাতে রক্তক্ষরণ হয়। জিবি হাসপাতালে যখন আনা হয় তখন তার মা বাবা কিংবা স্বামী কেউই ছিলেন না। পরবর্তী সময় খবর গেয়ে তারা আসেন। কি ভাবে গৃহবধূ অনামিকা আঘাত পায় কিংবা মৃত্যু হয়েছে তা কেউই বলতে পারছেন না।
জিবি তে আনার পর কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্যে। মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন মৃতার মা বাবা। যদিও শ্বশুর বাড়ির কোনো লোক এমন কি স্বামীকেও হাসপাতালে দেখা যায়নি। মৃতার স্বামীর নাম শান্তনু ভট্টাচার্জি। তিনি পেশায় ব্যাঙ্ক কর্মী, বিলোনিয়ায় কর্মরত। অনামিকার মৃত্যু নিয়ে গভীর রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশের সঠিক তদন্তেই দোষীদের নাম সামনে আসা সম্ভব। প্রাথমিকভাবে শোকাহত মৃতার বাবা কারোর বিরুদ্ধেই অভিযোগ করেননি।
Leave feedback about this