জনতার কলম ওয়েবডেস্ক :- ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির মধ্যেই চালু হল সাময়িকভাবে বন্ধ থাকা ৩২টি বিমানবন্দর। নয়াদিল্লি ও ইসলামাবাদ আন্তর্জাতিক সীমান্তে পরিস্থিতি শান্ত করতে সম্মত হওয়ার পরে চণ্ডীগড় ও শ্রীনগর সহ ক্ষতিগ্রস্ত অঞ্চলে বাণিজ্যিক বিমান পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে যাত্রী পরিষেবায় এই বিমানবন্দরগুলো খুলে দেওয়া হয়েছে।
একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার রাত থেকে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত-পাকিস্তান। এরপরেই সোমবার থেকে খুলে দেওয়া হয়েছে উত্তর ও পশ্চিম ভারতের ৩২ টি বন্ধ করে দেওয়া বিমানবন্দর। সাময়িক সময়ের জন্য এগুলো বন্ধ রাখা হয়েছিল। জম্মু থেকে শুরু করে পঞ্জাব, রাজস্থান, গুজরাত-এর বিমানবন্দরগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বায়ুসেনার তরফে সবুজ সঙ্কেত মেলার পর থেকেই নোটাম জারি হয়েছে।
যুদ্ধের আবহে বিপদ এড়াতে অসামরিক বিমানের জন্য বন্ধ করা রাখা হয়েছিল বিমানবন্দরগুলো। যুদ্ধবিরতি ঘোষণার পর মোটামুটি শান্ত থাকায় বিমানবন্দরগুলো চালু করার কথা হচ্ছিল। রবিবারই বিমানবন্দরগুলি খুলে দেওয়ার জন্য আবেদন করেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে বিমানবন্দরগুলো।
উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতের সীমান্ত এলাকায় ড্রোন হামলার চালানোর চেষ্টা ব্যর্থ হয় পাকিস্তানের। এরপরেই যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতের ৩২টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে তার সময়সীমা বৃদ্ধি করে ১৫ মে ভোর সাড়ে ৫টা পর্যন্ত করা হয়েছিল। এই কয়েকদিনে একাধিক বিমান বাতিল করা হয়েছে। তারপরেই যাত্রী পরিষেবায় ফের চালু করা হয়েছে বিমানবন্দর।
Leave feedback about this