জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার মাঝরাতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের জঙ্গি শিবির টার্গেট করে চলে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনার দাপুটে এই স্ট্রাইক নিয়ে তা নিয়ে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।তিনি বলেন, ‘কোনও নাগরিকের বাড়িতে হামলা হয়নি। সতর্কতা, মানবিকতার পরিচয় দিয়েছে ভারতীয় সেনা। কাল রাতে ভারতীয় সেনা ইতিহাস তৈরি করল। ভারতীয় সেনা দেশের মাথা উঁচু করেছে।
পাকিস্তানকে কড়া জবাব ভারতের। মানবিকতার সঙ্গে কাজ করেছে ভারতীয় সেনা। নিরীহদের যারা হত্যা করেছে, তাদের ওপরই হামলা হয়েছে। প্রত্যাঘাতের অধিকার থেকেই জবাব ভারতের। যা লক্ষ্য ছিল তা পূরণ করেছে ভারত। আমরা হনুমানজীর আদেশ পালন করেছি। ভারতীয় সেনা হনুমানজীর মতো হামলা করেছে। ভারতীয় সেনার প্রতি গোটা দেশ কৃতজ্ঞ। আমরা তাদেরই মেরেছি, যারা নির্দোষদের হত্যা করেছে। এবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ভারতকে।
‘ উল্লেখ্য,পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহের প্রাণ কেড়েছিল জঙ্গিরা। এরপরই সেনাকে ‘সম্পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। ৬-৭ মের রাতে ভারতীয় সেনা নামে অভিযানে। পাকিস্তানের পর পর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের,’অপারেশন সিঁদুর’। সেই অপারেশন সিঁদুর কোন নীতিতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে, তার কথা এদিন জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
Leave feedback about this