2025-05-03
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

হাঁপানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভূস্মীভূত বাজার পরিদর্শনে গেলেন মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার সাতসকালেই হাঁপানিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ভূস্মীভূত হয়ে যায়। পাশাপাশি এক দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। অগ্নি নির্বাপক দপ্তরের দুটি গাড়ির প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনার খবর পেয়ে বাজার পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন আগরতলা পুর নিগমের মেয়র তথ্য বিধায়ক দীপক মজুমদার।

শনিবার সকালে হাঁপানিয়া বাজারে একটি টিফিনের দোকানে অগ্নিকান্ড ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আচমকাই ওই টিফিনের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। তাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় বাকি চারটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। সাথে সাথে দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। কিন্তু দমকলবাহিনীর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনার পর এলাকা পরিদর্শনে যান মেয়র তথ্য বিধায়ক দীপক মজুমদার। সঙ্গে ছিলেন বাধাঘাট কেন্দ্রের বিধায়ক মিনা রানী সরকার, স্থানীয় কর্পোরেটে ব্যাগী দাস সহ অন্যান্নরা। তাদের দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সহ তাদের পরিবারের লোকেরা। যদিও মেয়রের আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তি পান। কি ভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্যে প্রশাসন কি ব্যবস্থা নেয় সে দিকেই তাকিয়ে আছেন তারা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service