জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং কৈলাসহর পুর পরিসদ, গৌরনগর ও চন্ডীপুর পঞ্চায়েত সমিতির যৌথ ব্যবস্থাপনায় শনিবার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে চাকরি মেলা ও দক্ষতা উন্নয়ন সচেতনতা মেলাঅনুষ্ঠিত হয়েছে। এর সূচনা করেন মন্ত্রী টিংকু রায়।
উদ্ধোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বৈলাসহর পুর পরিসদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের সহ অধিকর্তা সুভাষ দাস, কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চম্পা দাস পাল সহ আরও অনেকে।
এই চাকরি মেলা ও দক্ষতা উন্নয়ন সচেতনতা মেলায় কয়েক হাজার যুবক যুবতী অংশগ্রহণ করে। মন্ত্রী টিংকু রায় বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবার পর দেশে দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের ছেলেমেয়েদের দক্ষতা বৃদ্ধি করে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
উত্তর জেলা এবং ঊনকোটি জেলার ছেলেমেয়েরা রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে চায়না। অথচ দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর মন্ত্রী টিংকু রায় সহ সকল অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
Leave feedback about this